সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : সরকারি হাসপাতালে চিকিৎসককে বন্দুক দেখিয়ে ধুমকি দিলেন বিজেপি নেতা।
এইবার উত্তরপ্রদেশে সরকারি চিকিৎসককে বন্দুক উঁচিয়ে হুমকি দিলেন সেখানকার স্থানীয় একজন বিজেপি নেতা। গোটা ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সূত্রে খবর, বিজেপি নেতার পরিচিত এক ব্যক্তি হাসপাতালে নিজের চিকিৎসার জন্য যান। কিন্তু চিকিৎসা দিতে সামান্য দেরি হওয়ায় বন্দুক দিয়ে ভয় দেখান অভিযুক্ত বিজেপি নেতা। চিকিৎসককে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার গভীর রাতে অন্সুল অগ্নিয়ত্রী নামে এক ব্যক্তি চিকিৎসার জন্য উত্তরপ্রদেশের শাহজাহানপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন। চিকিৎসক তাকে পরীক্ষণ করার পর ইসিজি পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট বিভাগে পাঠান। কিন্তু সেই সময় উপস্থিত হন শাহজাহানপুরের বিজেপি সভাপতি রাজকুমার বাজপেয়ি। চিকিৎসক অনসুল কে সঠিকভাবে পরীক্ষণ করেননি, এই অভিযোগে চরাও হন ডাক্তারের দিকে। ডাক্তারের অভিযোগ, গলা চেপে ধরে ওই গেরুয়া নেতা, এমনকি বন্দুক দেখিয়ে ভয় পর্যন্ত দেখান।
অভিযুক্ত গেরুয়া নেতা যদিও অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, চিকিৎসক রোগীর দ্রুত চিকিৎসা করায়নি। উল্লেখ্য, বর্তমানে রোগীকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
উত্তরপ্রদেশে এর আগেও বিভিন্ন সরকারি কর্মীদের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ উঠেছিল। বিরোধীরা সব সময় বলে এসেছে, উত্তরপ্রদেশে জঙ্গল রাজ চলছে। সরকারি কর্মীদের বিজেপি নেতাদের কথায় উঠতে এবং বসতে হয়। এমনই অভিযোগ করে এসেছে সেখানকার বিরোধীরা। এমন সময় চিকিৎসককে হেনস্তা করার ঘটনা নতুন করে সেই অভিযোগের মাত্রা কে বাড়ালো।
প্রসঙ্গত, অভিযুক্ত গেরুয়া নেতার বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে এফআইআর করেছে। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশ দাবি করেছে, দ্রুত তদন্ত শেষ হবে।

