সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ইতিপূর্বে বহুবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর রোষানলে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ । এবার সেই ব্যক্তিই নতুন সভাপতি এবং সম্পাদকদের প্রসংশায় পঞ্চমুখ হলো।
সোমবার টেটের প্রশ্ন ভুল মামলা চলাকালীন এজলাসে বিচারপতি বলেন " প্রাথমিক শিক্ষা পর্ষদ ভালো কাজ করছে। এখন পর্ষদ সভাপতি ও সম্পাদক ভালো কাজ করছেন। একটু সময় লাগবে। আমার বিশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদ সুনাম অর্জন করবে। শুধু জট কাটাতে সময় দিতে হবে।"
দায়িত্ব নিয়েই নবনিযুক্ত পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আর কোনো ভুল হতে দিতে রাজি নয়। পর্ষদ সচ্ছতা ও নিরেপেক্ষতা নীতি মেনেই কাজ করবে।
বর্তমানে তারা যথেষ্ট সতর্কতার এবং সচ্ছতার সঙ্গেই কাজ করছে বলেই মনে করছে বিভিন্ন মহল। এই দিন সেই কথাটা আদালতেও স্পষ্ট করেন পর্ষদের আইনজীবী সৈকত বন্দোপাধ্যায়। তিনি জানান যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদে একজন ল অফিসার নিয়োগ হতে চলেছে। পর্ষদের গ্রিভেন্স সেলে ১০ হাজার আবেদন জমা পড়েছে। ল অফিসার নিয়োগ সম্পন্ন হলেই আবেদন গুলি নিয়ে সিদ্ধান্ত নেবে পর্ষদ। প্রতিদিন বহু অভিযোগ নিয়ে আসছে মানুষ তা ভালো করে শোনা হচ্ছে।
এরপর পর্ষদের অবস্থান স্পষ্ট হওয়ার পর বিচারপতি বলেন " ভালো হলেই ভালো। আমিও আশা করছি এখন যারা আসবেন তারা ভালো কাজ করবে " সবমিলিয়ে এদিন পর্ষদের ভূমিকায় স্পষ্টতই খুশি বলেই মনে হয়।
