সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: উপনির্বাচনের আগে বিপুল টাকার লেনদেন করার জন্য বিজেপি নেতা কে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন।
বিরোধীরা বার বার দল ভাঙানোর অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে। আর এইবার সেই অভিযোগ আবারও যেনো সত্যি প্রমাণিত হলো। আগামী ৩ নভেম্বর তেলেঙ্গানায় মুনগরে উপনির্বাচন। কিন্তু মুনগোর বিধানসভা কে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে TRS শাসিত তেলেঙ্গানায়। জানা যাচ্ছে, ওই কেন্দ্রর বিজেপি প্রার্থী রাজগোপাল রেড্ডির ব্যাংক একাউন্ট থেকে অস্বাভাবিকভাবে ৫ কোটি টাকার ও বেশি লেনদেন হয়েছে। যা নিয়ে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন ওই গেরুয়া প্রার্থীকে।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে ওই বিধানসভা কেন্দ্রে স্থানীয় এক বিজেপি নেত্রীর গাড়ি থেকে ১ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে পুলিশ জানিয়েছিল ওই বিপুল পরিমাণ টাকা গেরুয়া প্রার্থীর উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। আর এইবার ব্যাংক একাউন্টের অস্বাভাবিক লেনদেন নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করলো।
সূত্রের খবর, ওই গেরুয়া প্রার্থীর ব্যাংক একাউন্ট থেকে অস্বাভাবিকভাবে পাঁচ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। কিভাবে এত বিপুল পরিমাণ টাকা উপনির্বাচনের পূর্বে লেনদেন হলো তা নিয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন ওই গেরুয়া প্রার্থীর কাছে। উল্লেখ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন ওই নির্বাচনী কেন্দ্রের TRS প্রার্থী সোমা ভরত কুমার। আর সেই অভিযোগের ভিত্তিতেই লেনদেনের হিসাব চাইছে নির্বাচন কমিশন।
উপরোক্ত ঘটনা নিয়ে রাজ্যের শাসক দল TRS বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে। তাদের অভিযোগ, উপনির্বাচনের প্রাক্কালে বিধায়কদের দলে টেনে নিয়ে সরকার ভাঙতে চাইছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কিন্তু উপ নির্বাচনের আগে এই ধরনের ঘটনা বিজেপিকে যথেষ্ট চিন্তায় রাখবে বলে অনুমান করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, গত রবিবার মুনগড়ে প্রচারে এসেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নির্বাচনী বক্তৃতায়, তিনি বিজেপির ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। তার দাবি TRS এর ৩০ জন বিধায়ককে কেনার জন্য চেষ্টা চালাচ্ছে বিজেপি। যা নিয়ে আক্রমণ করতে দেখা যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে।

