সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের পঞ্চায়েতের জন্য তৈরি থাকতে বলে দিয়েছেন। কার্যত পঞ্চায়েতকে পাখির চোখ করেছে তৃণমূল। পঞ্চায়েত কে সামনে রেখে শুভেন্দুর গড়ে রাজনৈতিক লড়াইয়ে নামতে বিশেষ দায়িত্ব দেয়া হল তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষকে।
দলীয় সূত্রে খবর হলদিয়া জেলা ও ব্লক কমিটির সঙ্গে সমন্বয় করবেন তৃণমূলের রাজ্য সম্পাদক। আজ থেকেই কুনালকে কাজে নামার নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই হলদিয়া গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্প শহর হলদিয়ায় তিনি বিশেষ বার্তা দিয়েছিলেন শ্রমিক মহলকে। এবার সেখানেই বাড়তি নজর দেবে কুনাল ঘোষ।
বিশেষ করে, হলদিয়া, কাঁথি, তমলুক যেসব এলাকা বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত, এবার সেই এলাকাতেই বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করতে কুনালের ওপরেই ভরসা রাখল ঘাসফুল শিবির।
বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। হলদিয়াতেও পুর নির্বাচন হবে। এইসব জায়গায় একটা সময় সংগঠন গড়ে উঠেছিল শুভেন্দু অধিকারী হাত ধরেই। তবে শুভেন্দু বর্তমানে গেরুয়া শিবিরে। ফলে হলদিয়ায় তৃণমূলের সংগঠন হ্রাস পেয়েছে। তা পুনরুদ্ধারে নয়া কৌশল নিয়েছে ঘাসফুল শিবির।
পূর্ব মেদনীপুর জেলায় কাঁথি ও তমলুকে দুটি সাংগঠনিক জেলা আছে। পঞ্চায়েত ভোটের আগে থেকেই জেলা সভাপতিরা যেমন দায়িত্ব সামলাবেন তেমন তাদের মধ্যে সমন্বয়কারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করবেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই তাকে কাজে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
