সাংসদ দেবের গার্লফ্রেন্ডকে নিয়ে কুরুচিকর মন্তব্য BJP বিধায়ক হিরণের, পাল্টা জবাব দিল দেব


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ঘাটলে বন্যা নিয়ে ‘দেবের গার্লফ্রেন্ড’কে টেনে এনে, দেবকে তীব্র আক্রমণ করেছিল বিজেপির অভিনেতা সাংসদ হিরণ। এদিন ঘাটালে পৌঁছে দেব জানান, এটা শুধুমাত্র তাঁর গার্লফ্রেন্ডের অপমান নয়, প্রতিটা মেয়ের অপমান।

প্রসঙ্গত, ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে গিয়ে খড়গপুরের বিজেপির অভিনেতা বিধায়ক হিরণ ঘাটালে বন্যা পরিস্থিতি নিয়ে দেবকে তীব্র আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, “সাংসদ হিসেবে প্রত্যেক মাসে মাইনে নেব। সংসদ হিসেবে এখানে যা কাজ হবে, তা থেকে কাঠ মানি নেব।”

তাছাড়া তিনি আরও বলেন, “গরু চোর এনামুল হকের থেকেও কাটবানি নেব। কাঠ মানে নিয়ে আমি সিনেমা করবো। আর গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে যাব। আর ঘাটালের মানুষ জলের তলায় ডুবে থাকবে। আমি মালদ্বীপ গিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে সুইমিং করব আর ঘাটালের মানুষ বন্যার সময় জলের তলায় সুইমিং করবে।” তাছাড়া এদিন বিজেপির পক্ষ থেকে ব্যাঙ্গাত্মক পোস্টার দিয়ে বলা হয়, “হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে সাংসদ দেব আজকে ঘাটালে আসছেন।”

এর জবাব দিতে গিয়ে ঘাটালের সংসদ অভিনেতা দেব বলেন, “আমাকে ছোট করে কারও লাভ হবেনা। ঘাটালে এসে মানুষের মন জয় করতে হবে।” তৃণমূল সাংসদ আরও বলেন, “দেব যদি বিদেশে যায় নিজের টাকা নিয়ে ঘোরে। অ্যাটাক করলে আমাকে করো। বাড়িতে ঢুকো না। আমি কার সঙ্গে যাচ্ছি, সম্মান নিয়েই যাচ্ছি। এটা আমার ৮-৯ বছরের সম্পর্ক, সবাই জানে। আমি তো লুকিয়ে যাচ্ছি না। তুমি যদি আমাকে হারাতে না পার, তাহলে আমার বাড়িতে ঢুকে?”

অভিনেতা সংসার দেব এখানেই থেমে থাকেননি। তিনি আরো বলেন, “আমার মনে হয় সেও একটা মেয়ের বাবা। সেও বোঝে এভাবে কাউকে টানা মানে, শুধু আমাকে অপমান কিংবা আমার গার্লফ্রেন্ডকে অপমান নয়, প্রত্যেকটা মেয়ের অপমান করা হয়। রাজনৈতিকভাবে লড়তে হলে তোমার বা তোমার দলের কোনও প্রশ্ন থাকলে আমি আছি। সব সময় উত্তর দেওয়ার জন্য তৈরি।”

রাজনৈতিক মহলের মতে, অভিনেতা বিজেপি সাংসদ হিরণ দেবের বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা করলে, কিছুই বলার ছিল না। কিন্তু হিরনের কখনোই উচিত হয়নি দেবের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম