সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : উৎসবের সময়তেও চোখ রাঙাচ্ছে ভয়াবহ ডেঙ্গুর প্রকপ। প্রাণও যাচ্ছে বহু মানুষের। এবার ডেঙ্গুর প্রকোপে প্রাণ হারালো এক প্রসূতি।
কলকাতা পৌরসংস্থার ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গুড়িয়া রজক (২২) নামের এই সন্তান সম্ভবা তরুণী ছিলেন ভবানীপুর নন্দন পার্ক এলাকার বেলারাম বোস ফার্স্ট লেনের বাসিন্দা।
পরিবার সুত্রে জানানো হয়েছে গত সপ্তাহে জ্বর মাথা ব্যথার উপসর্গ নিয়ে এসএসকেএম হাসপাতালে আউটডোরে যায় দেখাতে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন ওখানকার চিকিৎসকরা।
রবিবার ফের জ্বর এলে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে পিজিতে নিয়ে যাওয়া হয় । সেখানে তাকে পর্যবেক্ষণের পর ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। পরে গুড়িয়ার পরিবারকে জানানো হয় যে সন্তানের স্বার্থে প্রসব করতে হবে। এরমধ্যে প্রসব যন্ত্রণাও শুরু হয় তরুণীর। এরপর চিকিৎসকদের উদ্যোগে গুড়িয়া জন্ম দেয় এক শিশু সন্তানের কিন্তু এরপরেই অবনতি হতে শুরু করে আক্রান্তের শারীরিক অবস্থার। অবশেষে সব আশায় জল ঢেলে সন্তান জন্ম নেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় গুড়িয়ার।
সন্তান জন্ম দেওয়ার পরেই এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া সম্পূর্ণ এলাকায়। পিজি হাসপাতাল থেকে দেওয়া ডেথ সার্টিফিকেটে জানানো হয়েছে " কার্ডিও রেসপিরেটরি ফেলিওর উইথ কমপ্লিকেটেড ডেঙ্গু"।
ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোত হয়েছে। প্রশাসন একাধিক জায়গায় ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধি কর্মসূচি চলছে। বেশ কিছু সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের জন্য বরাদ্দ করা হয়েছে বিশেষ বেড।

