সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: মাল বাজারে উদ্ধারকারী ৭ জনকে চাকরি দিলেন মমতা। নিহতদের পরিবারকেও চাকরি।
মালবাজারের মাল নদীর হড়পা বানে যারা নিজেদের জীবনের পরোয়া না করে অন্যের জীবন বাঁচিয়েছিলেন তাদের হাতে এইবার চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে তাদের হাতে চাকরি তুলে দিলেন তিনি। চাকরির সঙ্গে সঙ্গে দিলেন ১ লক্ষ টাকা এবং প্রশংসা পত্র। মুখ্যমন্ত্রী নিজে তাদের অভিনন্দন জানিয়েছেন। কিন্তু তাদের মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি চাকরি করবেন না বলেও জানান মুখ্যমন্ত্রীকে। তিনি তার ব্যবসা চালিয়ে যেতে চান। তাই মুখ্যমন্ত্রী বাকি সাতজনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন।
হঠাৎ হড়পা বানের কারণে আটজনের মৃত্যু হয় দশমীর দিন। আরো হয়তো মৃত্যু সংখ্যা বাড়তে পারতো, কিন্তু তাদের সাহসিকতার জন্য অনেকের প্রাণ বেঁচে যায়। মুখ্যমন্ত্রী তাদের সাহসিকতা দেখে অত্যন্ত গর্বিত। তিনি তাদেরকে আগামী দিনে আরও মহৎ কাজ করার পরামর্শও দিয়েছেন। উদ্ধারকারী সাতজনের নাম হলো- মোঃ মানিক, সৌমেন চৌধুরী, মনোজ মুন্ডা, দারা সিং, দীপক বোদকা , বিশ্বজিৎ বিশ্বাস, আমিয়া মাহাতো। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে এদের মধ্যে মোহাম্মদ মানিক সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন অনেক জনের।এদের প্রত্যকে মুখ্যমন্ত্রী আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
এদিন প্রশাসনিক বৈঠকে নিহতদের পরিবাররাও উপস্থিত ছিল। নিহত পরিবারগুলোর সাথে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করে এসেছিলেন। আর আজ প্রত্যেক পরিবারের একজনের হাতে সরাসরি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তিনি। এই কঠিন সময়ে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক অধিকর্তা কে তারা পাশে পেয়ে অত্যন্ত খুশি। এই সমস্ত নিহত পরিবার গুলির পাশে রাজ্য সরকার অনেক আগেই সহানুভূতিশীল ছিল। চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনেক দিন আগেই তাদের দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ৫৩ জন আদিবাসীকে ও চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা প্রত্যেকে কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে নৃত্য পরিবেশন করেছিলেন।
Tags
রাজ্য

