কঠোর এবং স্পষ্ট অবস্থান নিলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, আন্দোলনকারীদের দাবি বেআইনি বলে ঘোষণা করলেন সভাপতি


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আজ সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে জানালেন চাকরি প্রার্থীদের দাবি অনায্য তাই তা মানা হবে না। 

সোমবার থেকে ২০১৪ এর টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল প্রাথমিক শিক্ষা পর্ষদের কার্যালয় , এই আন্দোলনের আবহে আজ সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। তাঁর বক্তব্য ২০১৪ এর টেট উত্তীর্ণদের মধ্যে আন্দোলনরত ব্যক্তিরা ইতিমধ্যেই দুবার ইন্টারভিউতে অসফল হয়েছে তাই তাদের ২০১৭ সালের পরীক্ষার্থীদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়াতে অংশ নিতে হবে। 

গৌতম বাবু আরও বলেন যাদের বয়স ৪০ এর কোঠা পার করে গেছে তাদের নিয়ে পর্ষদ কিছুই করতে পারবে না , তাদের চাকরি দেওয়া পর্ষদেরর পক্ষে অসম্ভব এই নিয়ে সিদ্ধান্ত গ্রহণ বা আইন পরিবর্তনের কোনোরকম আইনি অধিকার বোর্ডের নেই। পর্ষদ সভাপতি এই সম্পূর্ণ আন্দোলনের মধ্যে খুঁজে পেয়েছেন রাজনৈতিক গন্ধ তার মতে বিশেষ কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়েই তারা এইভাবে বিক্ষোভের পথ বেছে নিয়েছে। 


চাকরি প্রার্থীদের আবেগকে সন্মান দিয়ে সভাপতি তাদের দাবিকে সম্পূর্ণ আইন বিরুদ্ধ বলে আ্যক্ষায়িত করেছেন, ইতিপূর্বেও প্রতিটা বিষয় নিয়ে প্রতিবাদ এবং মামলা করাকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলো উচ্চ আদালত এবার বোর্ড সভাপতির এমন বক্তব্য প্রশ্ন তুলে দিচ্ছে বিক্ষোভকারীদের দাবির আইনি ভিত্তির উপর। 

এখন বোর্ডের এই কঠর অবস্থানের পর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখবার বিষয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম