প্রতিবছরের মতো এবারও অপরাধ নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে শব্দবাজি বা পরিবেশ দূষণকারী বাজি এর উপর নিয়ন্ত্রণ আনতে তৎপর হয়েছে পুলিশ । শব্দবাজির বেচা কেনার উপর জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা।
এবার বাজি ব্যবহার বিষয়ে হাইকোর্টের নির্দেশকে সম্পূর্ণরূপে কার্যকর করতে উৎসবের নিরাপত্তাকে জোরদার করা হয়েছে সরকারের তরফ থেকে। পুলিশ সুত্রে জানা যাচ্ছে সারে সাত হাজার কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৪৫ জন। উৎসবের দিনে শহরের নিরাপত্তাকে মজবুত করতে সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে।
শহরের রাস্তাঘাটকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে সিভিল পোষাকেও পুলিশ মোতায়েন রাখা হবে। ক্লাবগুলোর উপরেও রাখা হবে নজরদারি জোরে গান বাজনা চালানো যাবে না। কোনোরকম সমস্যা দেখলেই তৎক্ষণাৎ লোকাল থানাকে জানাতে হবে এমনই নির্দেশিকা আছে। সবমিলিয়ে যাতে আদালতের নিয়মাবলী মেনেই উৎসব অনুষ্ঠিত হয় সে ব্যাপার সুনিশ্চিত করতে ১০০% তৈরি প্রশাসন।
