সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: রেপো রেট বাড়িয়েও কোন লাভ হয়নি, স্বীকার করলো রিজার্ভ ব্যাঙ্ক। অব্যাহত দেশের অর্থনৈতিক দুরবস্থা।
মোদি জামানায় বারবার দেশ অর্থনৈতিক সংকটের মধ্যে পরেছে। গত ১৯ শে অক্টোবর ডলারের নিরিখে টাকার দাম ৮৩ টাকা পরে গিয়েছিল। যা ভারতের ইতিহাসে প্রথম। দেশের এইরকম অর্থনৈতিক দুর্দশায় আবার খারাপ খবর শোনালো আর বি আই। দেশের সর্বোচ্চ ব্যাংক মূলত স্বীকার করে নিয়েছে ক্রমাগত রেপোরেট বাড়িয়ে দেশের অর্থনৈতিক অবস্থার কোন উন্নতি তো হয়নি বরং দেশ আরো আর্থিক মন্দার মধ্যে ডুবে গেছে।
মোদি সরকারের আমলে বারবার রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেলের দাম কমলেও ভারতের ক্ষেত্রে তা কোনরকম প্রভাব ফেলতে পারিনি। বরং ভারতে দিন দিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। আর সেই মূল্যবৃদ্ধিকে আটকানোর জন্য দেশের সর্বোচ্চ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত মে মাস থেকে রেপো রেট বাড়িয়েছে। চলতি আর্থিক বছরে রেপোরেট ৪ শতাংশ থেকে বেড়ে ৫.৯ শতাংশ হয়েছে। কিন্তু এই রেপোরেট বৃদ্ধি ভারতীয় অর্থনীতি কে কোনো ভাবে প্রভাবিত করতে পারেনি। এমনটাই জানাচ্ছে অন্তত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে দেশে ডাল, টমেটো , পেঁয়াজ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার ফলস্বরূপ দেশের সাধারণ মানুষ নাজেহাল। অর্থনীতিবিদদের একাংশের মতে দ্রুত মূল্যবৃদ্ধিকে কমাতে না পারলে আগামী দিনে দেশের অর্থনৈতিক অবস্থা করুন হবে।
