ত্রিপুরায় BJP মন্ত্রীপুত্র নাবালিকাকে ধর্ষণ করল | ছেলেকে বাঁচাতে খুদ মন্ত্রী হুমকি দিচ্ছে

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ত্রিপুরার ক্যাবিনেট মিনিস্টার ও প্রভাবশালী বিজেপি নেতা ভগবান দাসের ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে মন্ত্রীপুত্র নাকি একটি নাবালিকা মেয়েকে তুলে নিয়ে আসে। মন্ত্রিপুত্র এবং তার কিছু বন্ধুরা সারা রাত ধরে নাকি ওই নাবালিকা মেয়েটিকে গণধর্ষণ করে?

ঘটনাটি ঘটেছে ত্রিপুরার কুমারঘাট এলাকায়। মন্ত্রিপুত্র ও তার বন্ধুরা একটি ১৬ বছরের নাবালিকা মেয়েকে গাড়িতে করে উঠিয়ে নিয়ে আসে। তারপর মন্ত্রিপুত্র ও তার বন্ধুরা সেই নাবালিকা মেয়েটিকে রাতভর লাগাতার গণধর্ষণ করে। ত্রিপুরায় কানপাতলা শোনা যায়? মন্ত্রী ভগবান সে ছেলে নাকি ড্রাগের নেশাও করতেন।

থানায় এফআইআর করা হলে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। কিন্তু মন্ত্রীপুত্র ও তার দুই বন্ধুকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। ত্রিপুরা রাস্তায় স্বচ্ছন্দে দাপিয়ে বেড়াচ্ছেন মন্ত্রিপুত্র। পাল্টা এলাকাবাসী অভিযোগ করেছে মন্ত্রী ভগবান দাস ধর্ষিতা মেয়েটির বাবাকে ফোন করে হুমকি দিয়েছেন। মন্ত্রী বলেছেন, “এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে এমন হতেই পারে। বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না।”


এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার কুমারঘাট এলাকা সহ আশেপাশে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। ত্রিপুরা সাধারণ মানুষ বলছে, তাহলে কি শুধুমাত্র ক্ষমতার জোরে এরকম মন্ত্রী পুত্ররা আমাদের ঘরের মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে? আর পুলিশ চুপ থাকবে ধর্ষণকারী প্রভাবশালী হওয়ায়, মন্ত্রীপূত্র হওয়ায়? ক্ষোভে ফুঁসছে এলাকার মানুষ।

লাগাতার থানা ঘেরাও চলছে। তবুও পুলিশ মন্ত্রীপুত্রকে গ্রেফতার করছে না এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীও মুখে কুলুপ এঁটেছেন এই ঘটনায়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপি শাসিত রাজ্যে মেয়েরা বাড়ির বাইরে সুরক্ষিত নয়ই এবার কি তারা ঘরেও সুরক্ষিত নয়? প্রভাবশালী বিজেপি নেতার ছেলেরা কি এভাবেই ঘরের মেয়েদেরকে তুলে নিয়ে কি ধর্ষণ করবে? দেশের আইন কানুন কি উঠে গেছে?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম