আরও এগিয়ে এলো ঘূর্ণিঝড় সিত্রাং। প্রস্তুত কলকাতা পুরসভাও।

 

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: আরও এগিয়ে এলো ঘূর্ণিঝড় সিত্রাং। প্রস্তুত কলকাতা পুরসভাও। 

ইয়াস, আমফান, বুলবুলের পর রাজ্যে নতুন দুর্যোগের নাম সিত্রাং। বেশ কয়েকদিন আগে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। আর সেই নিম্নচাপ ই ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। বর্তমানে নিম্নচাপের গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর তা ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। সোমবার গভীর নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় টি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মাঝ বরাবর আছড়ে পরতে পারে বলে অনুমান করছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

ঘূর্ণিঝড়ের জেরে ২৪ ও ২৫ তারিখ দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর - এ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সংলগ্ন অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়াও বইবে। হাওয়ার গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তরের। ফলে বাংলার কালী পুজো যে অনেকটা এইবার দুর্যোগময় হতে চলেছে তা  অনুমান করাই যায়। 

রাজ্যের বুকে দুর্যোগ নিয়ে প্রস্তুত কলকাতা পুরসভাও। আগাম প্রস্তুতি সত্ত্বেও আমফানে যথেষ্ট অসুবিধায় পরেছিল কলকাতা পৌরসভা। এইবার তার পুনাবৃত্তির যাতে না হয় তা নিয়ে যথেষ্ট সচেতন কলকাতা পৌরসভা। শনিবার ই এই নিয়ে  কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পৌরসভার আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। 

বজ্য ও নিকাশি ব্যবস্থা গুলোকে যথেষ্ট ভাবে খাতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কলকাতার মেয়র। ম্যানহোল গুলোকেও যথেষ্ট খাতিয়ে দেখতে বলেছেন তিনি। তার নির্দেশ ম্যানহোল গুলোতে যাতে কোনরকম প্লাস্টিক বা অন্য কোন আবর্জনা গিয়ে নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি না করে। এছাড়াও গাছ কাটতে যারা অভিজ্ঞ তাদের একটি দলকে মজুদ রাখার কথা বলেছেন তিনি। গতবার আমফানে বিভিন্ন বৈদ্যুতিক পোস্ট এবং গাছ পরে শহরের বুকে অচল অবস্থা সৃষ্টি করেছিল। তাই এইবার যেন এইরকম কোন পরিস্থিতির সৃষ্টি না হয় তা নিয়ে যথেষ্ট সচেতন ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন কলকাতা পৌরসভা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম