দীপাবলিতে নিভে গেলো আলো, প্রয়াত পরিচালক পিনাকী চৌধুরী শোকস্তব্ধ টলি পাড়া।

সংবাদ  বাংলা ডিজিটাল ডেস্ক : নিঃশ্বাস ত্যাগ করলেন জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক পিনাকী চৌধুরী আলোর উৎসবে আলো হারালো টলি পাড়া। 

দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক। রবিবারে রাতে তাকে বাড়িতে আনা হয় আর সোমবার ভোর রাতেই সামনে আসে দুঃসংবাদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। 

বেশ কিছু দিন ধরেই ভালো ছিলো না তাঁর শরীর, মাস খানেক ধরে শরীরের অবনতি হতে শুরু করে। যদিও সে সময় বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ ছিলো না বলেই জানায় তাঁর পরিবারের সদস্যরা। দুই সপ্তাহ আগে অসুস্থতা বাড়তে শুরু করে হাসপাতাল নিয়ে গেলেও পিনাকী বাবুর সাস্থ্য পরীক্ষা করে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার বিধান দিয়েছিলেন চিকিৎসকরা , কিন্তু শেষ রক্ষা হলো না সোমবার ভোর রাতেই পরলোক গমন করলেন এই প্রখ্যাত পরিচালক। 

প্রযোজক হিসেবে নিজের কেরিয়ার শুরু করা পিনাকী বাবু দুইবার জাতীয় পুরষ্কার জিতেছিলেন তাঁর প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে টলিউড জগতে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম