গত ৩০ মিনিট ধরে বন্ধ হোয়াটসঅ্যাপ, কি জানাচ্ছে মেটা?


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক :গত ৩০ মিনিট ধরে বন্ধ হোয়াটসঅ্যাপ। কি জানাচ্ছে মেটা? 

হঠাৎ করেই বন্ধ হয়ে গেল হোয়াটসঅ্যাপ। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরেছে গোটা বিশ্বে। সূত্রে খবর,এখনো পর্যন্ত কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী  তার মেসেজ অপর ব্যক্তিকে পাঠাতে পারছে না। এমনকি whatsapp স্ট্যাটাসও দেওয়া যাচ্ছে না। গত ৩০ মিনিট ধরে এমনটাই চলছে। যা নিয়ে হইচই পড়ে গেছে গোটা বিশ্বে।

যদিও এখনো পর্যন্ত মার্ক জুকারবার্গ-র কোম্পানি মেটার তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে whatsapp ব্যবহারকারীদের। তাদের দাবি যত শীঘ্রই সম্ভব হোয়াটসঅ্যাপের পরিষেবা পুনরায় চালু হোক। তাই হোয়াটসঅ্যাপের পরিষেবা পুনরায় কখন চালু হয় সেটাই এখন দেখার। 

[প্রিয় পাঠক, এই বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য আসেনি। তথ্য আসলেই যত শীঘ্রই সম্ভব সে বিষয়ে আমরা লিখে আপনাদের জানাবো। তার জন্য নজর রাখুন আমাদের নিউজ পোর্টালে]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম