সংবাদ বাংলা ডিজিটাল : কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে স্বপ্ন সুরেশের সম্পর্ক নিয়ে একটা সময় মিডিয়ায় ব্যাপক চর্চা হয়েছিল। সেই স্বপ্না সুরেশ এবার কেরলের তিন দাপুটে নেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনল।
বর্তমানে স্বপ্না সুরেশ সোনা পাচারে অভিযুক্ত এবং কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ওপর সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
সংবাদপত্র “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস” এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক মালায়ালাম টিভি চ্যানেল সাক্ষাৎকারে সবচেয়ে দাবী করেন, পিনারাই বিজয়ন সরকারের এক প্রাক্তন মন্ত্রী থাকে কোচির হোটেল ঘরে ডেকেছিলেন। তাছাড়া ফোনে সেই মন্ত্রী তাঁকে অশ্লীল কথাবার্তাও বলেছেন।
স্বপ্না আরও বলেন, আরও এক নেতা তাঁকে সরকারি বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন। তাঁকে নাকি ব্যাক্তিগত বার্তায় “আই লাভ ইউ”-ও বলেছেন। তিনি আরও বলেন, প্রাক্তন বিধানসভার স্পিকার পি রামকৃষ্ণন এবং প্রাক্তন মন্ত্রী কদাকামপল্লী সুরেন্দ্রন আমার সাথে সেক্স করতে চেয়েছিলেন। বিজয়ন সরকারের আরও এক প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইজ্যাক তাঁকে একটি পাহাড়ি হোটেলে নিয়ে যেতে চেয়েছিল।
তিনি বলেন, “আমায় মুন্নারে নিয়ে যেতে চেয়েছিলেন উনি। আমি কেন ওঁর সঙ্গে মুন্নারে যাব?” তাছাড়া স্বপ্না সুরেশ দাবি করেন তাঁর কাছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিজয়নের পরিবারের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে। সঠিক সময় তা প্রকাশ করবেন।
স্বপ্না সুরেশের একের পর এক অভিযোগের বিরুদ্ধে মুখ খোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাছাড়া তিন দাপুটে সিপিএম নেতা কিংবা সিপিএমের অন্যান্য নেতারা এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। সিপিএম নেতাদের এহেন গুরুতর অভিযোগে চুপ থাকা নিয়ে সন্দেহ হতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

