বাংলার সরকার ফেলে দিতে হাত মেলাল BJP ও CPM, বিস্ফোরক দাবি জাগো বাংলায়


সংবাদ বাংলা ডিজিটাল : বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার ফেলে দিতে চাইছে বিজেপি এবং সিপিএম। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় এমনই বিস্ফোরক দাবি করা হয়েছে। বাংলা ভাগের জন্য সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক হয়েছে বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা এবং বিজেপি বিধায়ক শংকর ঘোষের। কালী পূজার পর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছিল বিজেপি নেতার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সৌমিত্র খাঁ এর মতো নেতারা, বারবার বলছে ডিসেম্বরে সরকার ফেলে দেবে। প্রথমে তৃণমূল আমল না দিলেও, বর্তমানে সিপিএম বিজেপির সাথে হাত মেলানোয় নড়েচড়ে বসেছে তৃণমূল। 

তৃণমূল দাবি করেছে, বাংলা ও বিহারের কিছু অঞ্চল নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বাংলা ও বিহারের সরকারকে নিয়ন্ত্রিত করতে না পেরে এই চক্রান্ত করছে বলে দাবি করেছে তৃণমূল।

বেশ কিছুদিন আগে শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং সিপিএমের এক সময় দাপুটে নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি সাংসদ রাজু সিং বিস্তা এবং বিজেপি বিধায়ক শংকর ঘোষ।


তৃণমূলের মুখপাত্র জাগো বাংলায় দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোটে হারাতে না পেরে বিজেপি এবং সিপিএম একজোট হয়েছে, প্রতিহিংসামূলক রাজনীতি করছে। বিজেপি এবং সিপিএম একজোট হয়ে বাংলা ভাগের চক্রান্তে সামিল হয়েছে। জনতা দ্বারা নির্বাচিত তৃণমূল সরকারকে ফেলে দিতে চাইছে বিজেপি এবং সিপিএম। 

জাগো বাংলায় আরও দাবি করা হয়েছে, বিজেপি সিপিএমকে জানিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলা নির্বাচিত সরকার ফেলে দেবে এবং সিপিএমকে পাশে থাকার আহ্ববান জানিয়েছেন।

তাছাড়া তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, একদিন বাংলা বঙ্গবন্ধ রোধ করেছিল আবারো বাংলা বঙ্গভঙ্গের চক্রান্ত আটকে দেবে। তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, বাংলা মায়ের কুলাঙ্গার সন্তানেরা বাংলা ভাগের চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ বিজেপির এই নোংরা চক্রান্ত আটকে দেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম