whatsapp বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বামেদের খোঁচা দিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: whatsapp বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বামেদের খোঁচা দিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

আজ অর্থাৎ মঙ্গলবার হোয়াটসঅ্যাপের হুট করে বন্ধ হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা বিশ্বে। প্রায় দেড় ঘন্টার জন্য পরিষেবা বন্ধ ছিল হোয়াটসঅ্যাপের। যা নিয়ে হুলস্থুল পরে যায়, গোটা বিশ্বের নেট নাগরিকদের মধ্যে। কেউ কেউ এই নিয়ে মিম বানায়, আবার কেউ তো বলেই দেয় কালীপুজোর পরের দিন whatsapp ঘুমিয়ে পরেছে। যদিও পরবর্তীকালে প্রায় দু'ঘণ্টা পর whatsapp নিজের পরিষেবা পুনরায় চালু করে। তবে মার্ক জুকারবার্গ- র কোম্পানি মেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলেনি ঠিক কি কারনে whatsapp এর সার্ভার ডাউন ছিল।  

আর এই নিয়েই ফেসবুকে বামেদের খোঁচা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। তিনি সরাসরি ফেসবুকে সিপিএমকে খোঁচা দিয়ে লেখেন- 

“প্রায় দুপুর সাড়ে ১২ টা থেকে WhatsApp–এ সিপিএমের দশা লেগেছে। 

তবু আমরা নিশ্চিত হয়েই বলতে পারি, হোয়াটসঅ্যাপও একসময় ঘুরে দাঁড়াবে..। কিন্তু...”। 

তৃণমূল যুবনেতার এই পোস্টে  হাসির ছলে একজন কমেন্ট করে লিখেছেন- “WhatsApp ঘুরে দাঁড়ালো ... কিন্তু সিপিএম আর জীবনেও ঘুরে দাঁড়াবে না। সিপিএম এর শনির সাড়ে-সাতাত্তের দশা লেগেছে!!”। আবার কেউ লিখেছেন- “সোশ্যাল মিডিয়াতে যাদের সরকার, মেসেজ যাচ্ছে না, প্রতিবাদে নামতে পারেন বাম আইটি সেল”। প্রসঙ্গত, বামেদের বিধানসভায় শূন্য হওয়াকে নিয়ে কখনোই বলতে ছাড়েন না তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। আর ঠিক আবারও সোশ্যাল মিডিয়াতে whatsapp বন্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বামেদের দুরবস্থার দিকে আঙুল তুললেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম