সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কালীপূজার দিন ঘটল অঘটন মুহুর্তে আনন্দ বদলে গেলো শোকে। মিনাখাঁয় বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো নবম শ্রেণীর ছাত্রের। জখম হয়েছেন আরও চার কিশোর-কিশোরী।
সোমবার ছিলো কালীপূজা সেই সঙ্গে সিত্রাং এর প্রকপে দক্ষিণ বঙ্গের জেলায় চলছিলো বিক্ষিপ্ত বৃষ্টি। রাত্রিবেলা বৃষ্টি একটু ধরে আসতেই বাজি ফাটাতে বেরোয় নবম শ্রেণীর পাঠরত সায়ন পাত্র। সেই সময়েই অসাবধানতাবশত আগুন ছিটকে এসে পড়ে কিশোরের গায়ে তারপরেই দাউ দাউ করে জ্বলে আগুন। শরীরে আগুন লাগতেই চিৎকার করতে থাকে বছর ষোলোর সায়ন। যতদূর জানা যাচ্ছে তুবড়ি ফেটেই ঘটেছে এই বিপত্তি।
সামনে কোনো জলের উৎস না থাকায় নিজেকে বাঁচাতে পারেনি সায়নে, কিশোরের চিৎকারে ছুটে আসে পাড়ার লোকজন তারা জল দিয়ে কোনোরকমে আগুন নিভিয়ে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে আর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপর তার দেহ বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তে।
এই বাজি দূর্ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন যথাক্রমে বৈশাখী পান্ডা, মনানি দাস, জয় পাত্র, পিয়ন্ত মন্ডল ও নাড়ুগোপাল দলুই। এরা প্রত্যেকেই ভর্তি আছে কলকাতা চিত্তরঞ্জনের হাসপাতালে ভর্তি আছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতে এর তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ কি করে এমন ঘটলো তার সন্ধান শুরু হয়েছে থানার তরফ থেকে।
