ওয়েস্ট বেঙ্গল মেডিকাল কাউন্সিলর নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলো তৃনমূল


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : টানা একমাস ধরে চলা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নির্বাচনে বিপুল এবং নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিল তৃণমূল পন্থী চিকিৎসক সংগঠন। 

এই নির্বাচনে জি ও এইচ ক্লজে ৭ জন করে মোট 14 জন প্রার্থী ছিল|

জি ক্লজ চিকিৎসক-অধ্যাপক সংগঠনের এবং এইচ ক্লজ চিকিৎসক সংগঠনের। 

জি ক্লজে ভোট পড়েছিল ২৬৩৪। মোট ভোটার ছিলেন ৩৫০০। এইচ ক্লজে ছিল ৬২ হাজারেরও বেশি ভোটার কিন্তু ব্যালটে করেছে ২৪০০০ মতন ভোট। 

সম্পূর্ণ ভোট পর্বে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলেছিল কিন্তু সব অভিযোগ কে নস্যাৎ করে শেষ হাসি হাসলো তৃণমূলই। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নতুন সভাপতি হতে চলেছেন প্রবিন চিকিৎসক বিধায়ক ড: সুদীপ্ত রায়। তিনি এই জয় উৎসর্গ করেছেন দলনেত্রীকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম