চোখের অস্ত্রোপচার করাতে আমেরিকা গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা ২৫ দিন পর কলকাতায় ফিরলেন। ২০১৪ সালে গাড়ি দুর্ঘটনায় তার চোখ আঘাত লাগে।
সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : চোখের অস্ত্রোপচার করে কালীপুজোর আগেই কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে আটটার সময় বিমানবন্দর থেকে বার হন অভিষেক। তাঁর চোখে ছিল, ঘষা কাঁচের চশমা।
টানা ২৫ দিন পর ফিরলেন অভিষেক। বিমানবন্দরে তাকে স্বাগত জানতে গিয়েছিলেন বহু তৃণমূল-কর্মী সমর্থক। বিমানবন্দরের কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি। তবে দলীয় কর্মী সমর্থকদের সাথে হাত জোড় করে প্রণাম করেন, কুশল বিনিময় করেন।
গত ১২ই অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে চোখের অস্ত্রোপচার করতে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন আগে টুইটারে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ অভিষেকের চোখের অস্ত্রোপচারের ছবিও দিয়েছিলেন। কুনাল জানিয়েছিলেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং অভিষেকও ভালো আছে। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিষেকের বা চোখে অস্ত্রোপচার হয়েছিল এবং তার বাঁদিকের চশমার কাচ ঘষা ছিল। তবে ডান দিকেরটি সাধারণ।
উল্লেখযোগ্য, ২০১৬ সালে মুর্শিদাবাদের কর্মীসভা থেকে ফিরছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুধের গাড়িতে ধাক্কা মারে অভিষেকের গাড়ি। অভিষেকের গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জ্ঞান হারান অভিষেক। বাঁদিকের চোখের নিচের হাড় ভেঙে যায়।
একাধিকবার, কলকাতা ও হায়দ্রাবাদের বিভিন্ন হাসপাতালে অস্ত্রোপচার হলেও সমস্যা মিটেনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমেরিকায় অস্ত্রোপচার করতে গিয়েছিলেন করতে গিয়েছিলেন অভিষেক। চোখের অস্ত্রোপচার করে কলকাতায় ফিরলেন অভিষেক।


