বাংলা মায়ের কুলাঙ্গার সন্তানরা বাংলা ভাগ করতে চাইবে, বিস্ফোরক কুণাল ঘোষ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে গভীর চক্রান্ত শুরু করেছে বিজেপি, ঠিক এমনই অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, “বাংলা মায়ের কুলাঙ্গার সন্তানরা বাংলা ভাগ করতে চাইবে।” পাশাপাশি তিনি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। 

একটি প্রেস কনফারেন্সে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের অভিযোগ তুলে কুনাল ঘোষ বলেন, “ নির্দিষ্টভাবে বলা মুশকিল। তবে যে রাজ্যগুলোতে বিজেপি নিয়ন্ত্রণ নেই। সেই রাজ্যগুলোকেই ভাঙ্গতে চেষ্টা করছে বিজেপি। বাংলায় ক্ষমতায় আসতে পারিনি তাই অন্যায় ভাবে দখল করার চেষ্টা করছে। মানুষ চাইছে এক ও অখন্ড বাংলা থাকতে। পাহাড় থেকে সাগরে একটাই বাংলা। বিজেপি নির্বাচনের কথা ছিল না তবে উত্তরবঙ্গের কিছু জেলায় প্ররোচনামূলক প্রচার করছে বিজেপির সাংসদরা।”

তৃণমূল মুখপাত্র কুণাল বিজেপি কে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলে, “বাংলার মানুষ কিন্তু বঙ্গভঙ্গ চান না। যদি কেউ বাংলা মায়ের কুলাঙ্গার সন্তান হয় তবেই বাংলা ভাগ করতে চাইবে।” 

তিনি আরও বলেন, “ বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলির যে ন্যায্য বকেয়া আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা হোক। বঙ্গ বিজেপির প্রথম কেন্দ্র কে বলা উচিত বাংলার প্রাপ্য টাকা দাও। বাংলার কোথাকার শূন্য করে দিয়ে এসব বলা হচ্ছে কেন্দ্রের তরফে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম