ধর্নায় বসে থাকলে চাকরি পাওয়া যাবে না, টেট প্রার্থীদের উদ্দেশ্যে এমনই কথা বললেন মন্ত্রী রথীন ঘোষ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ধর্নায় বসে থাকলে চাকরি পাওয়া যাবে না টেট প্রার্থীদের উদ্দেশ্যে এমনই কথা বললেন মন্ত্রী রথীন ঘোষ। 

বেশ কিছুদিন ধরেই টেট প্রার্থীদের আন্দোলন এবং অনশন নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। মন্ত্রী রথীন ঘোষ বললেন, ধরনা মঞ্চে বসে থাকলে চাকরি পাওয়া যাবে না। চাকরি পাওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে। একটি বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী।

রথীন ঘোষ বারাসাতের একটি বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “টেট নিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় প্রচুর আন্দোলন হচ্ছে। আমাদের রাজ্য সরকার ইতিমধ্যেই ১১,৬৬৫ টি শূন্যবাদ ঘোষণা করেছেন। সেখানে ২০১৪ এবং ২০১৭র টেট উত্তীর্ণরা ইন্টারভিউয়ে বসতে পারবেন। আমাদের দলের লোকেদের এগুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে। বসে থাকলেই চাকরি দেওয়া যাবে, যেই ব্যবস্থা কিন্তু নেই। চাকরি পাওয়ার একটি প্রক্রিয়া আছে। প্রক্রিয়ার মধ্য দিয়েই সেই সুযোগটা পাওয়া যাবে।”

২০১৪ সালের ৫ করা টেট প্রার্থীরা, দুবার ইন্টারভিউ দিয়েছেন। কিন্তু তারা দুবার নিয়োগপত্র পায়নি, তাই তারা আন্দোলনে বসেছেন। সল্টলেকে করুণাময়ী এবিসি ভবনের সামনে ১৪৪ ধারা থাকায় চারদিন পর ১৪ ডেট প্রার্থীদের ধর্না তুলে দিয়েছে পুলিশ। 

এত আন্দোলনের পরেও পর্ষদ কিন্তু নমনীয় মনোভাব দেখাতে নারাজ। পর্ষদ সভাপতি গৌতম পাল একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন যে, টেট পাস মানেই চাকরি নয়। ইন্টারভিউ দিয়ে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমেই তা পেতে হবে। আর সেই নিয়োগ প্রক্রিয়ায় সব রকম স্বচ্ছতা রাখতে বদ্ধপরিকর পর্ষদ। সেই কথাই আবারও শোনা গেল রাজ্যের খাদ্যমন্ত্রীর গলায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম