“জেল খাটতে না চাইলে বিজেপিতে আসুন”, হুমকি দিয়ে বললেন মোদীর মন্ত্রী সুভাষ সরকার

সংবাদ বাংলা ডিজিটাল : সামনের বছরেই পঞ্চায়েত ভোট এবং তারপরে ২৪শে লোকসভা ভোট। তার আগেই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হুমকি দিলেন বিজেপির দাপুট নেতা সুভাষ সরকার। তিনি বললেন, “জেল খাটতে না চাইলে বিজেপিতে আসুন।”

বাঁকুড়ার সিমলাপাল এর বিজয়ের সম্মেলনের অনুষ্ঠান থেকে মোদি মন্ত্রিসভার মন্ত্রী সুভাষ সরকার সিপিএমের বসে যাওয়া নেতা, কর্মী এবং তৃণমূলের নেতাকর্মীদের বিজেপিতে আহ্ববান জানান। তিনি বলেন, “সিপিএমের এখনো যারা বসে আছেন তাঁদের বলছি, বসে না থেকে মানুষের সেবা করতে চাইলে বিজেপিতে আসুন।”

তার পাশাপাশি সুভাষ আরও বলেন, “তৃণমূলের যারা চুরি করেননি, তাঁরা সাহসের উপর ভর করে বিজেপির সাথে যোগাযোগ করুন।” একইসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হুমকির সুরে বলতে শোনা যায়, “যদি জেল খাটতে না চান তাহলে বিজেপিতে আসুন।”


স্বভাবতই, সুভাষ সরকারের এহেন মন্তব্য নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলেছেন, “সুভাষ সরকার যেটা বলছেন, সেটা সম্পূর্ণ বিজেপি দেউলিয়াপনা। এটা বিজেপির মুখ থেকে বারবার শোনা যাচ্ছে। কারণ, এ রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত হয়েছে বামেদের ভোট নিয়ে। তৃণমূলের ভোট কমছে না। সিপিএম রক্তশূন্য হয়ে যাচ্ছে, সেই শতাংশই চলে যাচ্ছে বিজেপির কাছে।”

তার পাশাপাশি কুণাল আরও বলেন, “এখন বিজেপি ভয় পাচ্ছে, তাদের যে ক্ষয়টা শুরু হচ্ছে তা নিয়ে। কারণ, ওদের তো একা লড়ার ক্ষমতা নেই। শুভেন্দু অধিকারী কে দলে নিয়ে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন? পার্টি অফিসের শুভেন্দের ঘুষ নেওয়া বিজেপি দেখিয়েছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম