ফের বাংলা ভাগের দাবি তুলল বিজেপি বিধায়ক, তুঙ্গে জল্পনা

 

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: ফের বাংলা ভাগের দাবি বিজেপি বিধায়কের কাছ থেকে। 

আবারও বাংলা ভাগের দাবি তুলল বিজেপি। সৌমিত্র খা- র পর এইবার বাংলাভাগের দাবি তুলল বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। যার ফলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বঙ্গ বিজেপির বেশ কয়েকজন নেতা বারবারই বাংলাভাগের দাবি নিয়ে সরব হয়েছে। আর পুনরায় বিজেপি বিধায়কের এই দাবী আবারও বিজেপির ক্ষেত্রে যথেষ্ট অস্বস্তি সৃষ্টি করল।

আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন। প্রত্যেক রাজনৈতিক দলই জোর কদমে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে। শাসক থেকে বিরোধী সবাই নিজ নিজ সংগঠন সামলাতে ব্যস্ত। গত শনিবার বাঁকুড়ার মুড়াকাটায় বিজেপির একটি সংগঠনিক সভা ছিল। সেই সভাতে উপস্থিত ছিল স্থানীয় বিধায়ক অমরনাথ শাখা। সেই মঞ্চে দাঁড়িয়েই বাংলা ভাগের দাবিতে সরব হন বিধায়ক। তিনি মঞ্চে দাঁড়িয়ে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানিয়েছেন। 

বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বক্তব্য, “আমরা রাঢ়  বঙ্গের মানুষ বঞ্চিত। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যদি ভালো ফল করে তাহলে রাঢ় বঙ্গের জন্য পৃথক রাজ্যের দাবী জানাবো মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। তাই সকলে আপনারা ভোট দিন বিজেপিকে”। বিধায়কের এই মন্তব্য যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে। 

প্রসঙ্গত, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর আগে পৃথক রাঢ়বঙ্গের দাবি জানিয়েছিল। যা নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়। শুধু রাঢ় বঙ্গ নয় এর আগেও বহু বিজেপি নেতা পৃথক রাজ্যের দাবী জানিয়েছে। জন বার্লা সহ বহু বিজেপি নেতা পৃথক উত্তরবঙ্গের কথা বলেছেন। কিন্তু এই সমস্ত দাবি কার্যত বারবার অস্বীকার করে নিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপির স্পষ্ট দাবি, তারা কোনরকম বাংলা ভাগ চায় না।

যদিও বিজেপির একের পর এক নেতারা এই ধরনের দাবি তোলায় যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার বলেছে বিজেপি বাংলা ভাগ চায়। বিশেষজ্ঞ মহলের ধারণা, কেবলমাত্র নির্বাচনী স্বার্থ পূরণের জন্য বিজেপি এই ধরনের দাবি তোলে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম