বিশ্বকাপে ফেবারিট কি ব্রাজিল? ষষ্ঠ বিশ্বকাপ কি আসবে ব্রাজিলের ঝুলিতে? কি বলছে বিশেষজ্ঞরা

কাতার বিশ্বকাপে ফেবারিট কারা? অনেকেই বলছে ব্রাজিল কিন্তু কেন? পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কতটা শক্তিশালী হতে চলেছে? অ্যাভাসের অভিজ্ঞতাকেই কি কাজে লাগাতে চাইছে ব্রাজিল কোচ তিতে? তরুণ ও অভিজ্ঞতার মিশেলে কেমন হল ব্রাজিল দল? প্রশ্ন অনেক! 


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ফেভারিট কারা, এ নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানা বিতর্ক এবং চুলচেরা বিশ্লেষণ। কাতারে বিশ্বকাপ ফুটবলে আর মাত্র কয়েকটা মুহূর্ত বাকি। বিশ্বের সবথেকে বড় প্রতিযোগিতা, ফুটবল বিশ্বকাপ শুরুর জন্য প্রতীক্ষায় গোটা ফুটবল বিশ্ব। ফুটবল বিশেষজ্ঞদের মতে, ব্রাজিল এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল। ব্রাজিল কোচ তিতের অধীনে, ব্রাজিল ৭৬টি ম্যাচের মধ্যে ৫৮টিতে জিতেছে। টুর্নামেন্টকে সামনে রেখে দূর্দান্ত ২৬ জনের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

গত রাশিয়া বিশ্বকাপে অনেক আশা জাগিয়েও ব্যর্থ হয়েছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে গিয়ে শেষ হয়ে যায় স্বপ্ন তারপরও অনেক জল বই গিয়েছে অ্যামাজন দিয়ে। বাজলের সেই দলের অর্ধেক কাতারে এবার যাচ্ছে না, গোটা দলটি বদলে ফেলা হয়েছে। ব্রাজিল দলে রয়েছে তারুণ্যের আধিক্য। নয় জন ফরওয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল, যাঁরা প্রত্যেকেই ইতিমধ্যে ক্লাব টিমের হয়ে দুর্দান্ত খেলেছেন। এবার বিশ্বমঞ্চে তারকা হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে ব্রাজিল এবং সঙ্গে নেইমার তো আছেনই। যদি এটা তার শেষ বিশ্বকাপ হয়, তাহলে অবশ্যই নেইমার জ্বলে উঠতে চাইবেন।


ফুটবল বিশ্বের শক্তিশালী দল গুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ জনের দলে বড় চমক নেই সেই অর্থে। লিভারপুলে ইনফর্ম ফরওয়ার্ড রবার্ট অফ প্রিলিমিনের জায়গা পাননি, সেটা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। নেই আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলও। এবার বিশ্বকাপ দল বাছাই করে একেবারে চমক ফেলে দিয়েছে তিতে।

পরিকল্পনা –

মারিও জাগ্রত পর ব্রাজিলের প্রথম কোচ হিসাবে টানা দুটি বিশ্বকাপে যাচ্ছেন তিতে। গতবারের ব্যর্থতার পর ব্রাজিলের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। পাঁচবারের বিশ্বজয়ীরা কি ষষ্ঠবার ট্রফি গড়ে তুলতে পারবে? উত্তর সময়ই দেবে। তবে কোচ কে নিয়ে কোন সমস্যা নেই। ব্রাজিল সম্ভবত গোটা ফুটবল বিশ্বের একমাত্র দল যারা কোনদিনও বিদেশি কোচের অধীনে খেলেনি। 

ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি আক্রমণ ভাগ। রিয়ালের ভিনিসিয়াস ভিনিসিয়ুস, রদ্রিগো, পিএসজির নেইমার, ম্যান ইউনাইটেডের অ্যান্টনি, বার্সার রাফিনহা, আর্সেনালের জেসুস-মার্টিলেনি, টটেনহামের রিচার্লিসন কমবেশি সবাই ক্লাব ফুটবলে ভালো ছন্দে রয়েছেন। এর মধ্যে কয়জন কে তিতে খেলাবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। নেইমার সহ মোট চারজনকে বেছে নিতে পারেন তিতে। নেইমারকে কেন্দ্র করে যাবতীয় আক্রমণ। 

তবে নেইমারের ওপর দল নির্ভরশীল নয়। নেমারকে আটকে দেওয়া হলে, গোল করার জন্য অনেকে রয়েছে। বল পায়ে রেখে খেলাবে, লক্ষ্য করেছে ব্রাজিল। সেক্ষেত্রে মিডফিল্ডের স্পট দুইটি। সেখানে বিবেচনায় আছেন ক্যাসেমিরো,  ফ্রেড, গুমারেজ, ফাবিনিও, পাকেতারা।


তবে ব্রাজিলের মূল সমস্যা ফুলব্যাক। দানি আলভেস ৩৯ বছর বয়সে, সবচেয়ে বেশি বয়সে ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন। দানিলো, অ্যালেক্স সান্দ্রো, তেলেস কেউই এখন ঠিক টপ ফুলব্যাক নন। সেক্ষেত্রে মিলিতাওকে মেকশিফট ফুলব্যাক হিসেবে ব্যবহার করতে পারেন তিতে। 

ওদিকে সেন্ট্রাল ডিফেন্সে দুইটি জায়গা মোটামুটি পাকা। মার্কিনিওসের সাথে মিলিতাও খেলবেন, আর মিলিতাও রাইট ব্যাক হলে থিয়াগো সিলভা আছেন বিকল্প। আর গোলরক্ষক হিসেবে এলিসন আর বিকল্প এডারসন তো আছেনই।

ব্রাজিলের ঘোষিত ২৬ জনের দল

গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স টেলেস, দানি আলভেস, দানিলো, ব্রেমার, এদার মিলিতাও, মারকুইনহোস, থিয়াগো সিলভা। 

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এভারটন রিবেইরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকেতা। 

ফরোয়ার্ড: অ্যান্টনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেলি, নেইমার জুনিয়র, পেড্রো, রাফিনহা, রিচার্লিসন, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম