প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা , স্যোশাল মিডিয়া থেকে বিদায় নিলেন প্রেমিক সব্যসাচী


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ফেসবুকে লিখেছিলেন,“নিজের হাতে করে নিয়ে এসেছিলাম নিজের হাতে করেই ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। এর অন্যথা কিছু হবে না।” আরও অনেক কথা জানিয়েছিলেন স্যোশাল মিডিয়ার মাধ্যমে। সবকিছুই ডিলিট করে দিয়েছেন সব্যসাচী বাবু শনিবার রাতে। রবিবার ডি-অ্যাক্টিভেট করে দিলেন নিজের প্রোফাইল।

১৯ দিনের লড়াই ব্যার্থ করে আজ সকালবেলা বিদায় নিয়েছেন ঐন্দ্রিলা। গতকাল প্রেমিক সব্যসাচী চৌধুরী নিজের স্যোশাল মিডিয়া থেকে ঐন্দ্রিলা সক্রান্ত সব পোস্ট ডিলিট করতেই তৈরি হয়েছিল উদ্বেগ। উদ্বেগ সত্যি হলো আজ সকালে। 

ঝুমুর ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন দুইজনে সেই থেকে বন্ধুত্ব , একসময় বন্ধুত্ব বদলে যায় প্রেমের বাধনে। আর সেই বাধনই শেষ মুহূর্ত অবধি আগলে রেখেছিলেন অভিনেত্রীকে। 

ভালো লেখেন সব্যসাচী ‘দলছুটের কলম’ , ‘বাতাইপুকুরের বেত্তান্তর’ বই ও আছে তার কিন্তু সেসব এখন অতীত। নিজের সমস্ত স্মৃতি মুছে দিয়ে বিদায় নিলেন স্যোশাল মিডিয়া থেকে। 

সব্যসাচীর এই লড়াইয়ে তাঁর সঙ্গে ছিলো বন্ধু সৌরভ দাস, ফেসবুকে তিনি লেখেন। “ঐন্দ্রিলা জিতে গিয়েছে। ও এর থেকে অনেক ভালো জায়গায় আর মানুষজন ডিজার্ভ করে। ও ভালো আছে আর অনেক শান্তিতে আছে। মিষ্টি আমরা তোকে খুব ভালোবাসি। আমি তোর সব্যর আর আমার ভাইয়ের খেয়াল রাখবো। দয়া করে কেউ সব্যসাচীকে ফোন করবেন না । এটা সংবাদমাধ্যমের কর্মীদের কাছে আমার প্রার্থনা। আপনারা কোনো প্রয়োজনে আমায় ফোন বা ম্যাসেজ করতে পারেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম