কাজে এলো না বাম বিজেপি জোট, মহিষাদলে পর্যদুস্ত বাম বিজেপি জোট, বিপুল জয় তৃণমূলের

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: কাজে এলো না বাম বিজেপি জোট, মহিষাদলে পর্যদুস্ত বাম বিজেপি জোট।

আর এলো না কাজে বাম বিজেপি জোট। মহিষাদলের সমবায় নির্বাচনে ধরাশায়ী হল বাম বিজেপি। কেশবপুরজলপাই  রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেলো তৃণমূল কংগ্রেস। ৭৬ টা আসনের মধ্যে ৬৮টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে। মাত্র আটটি আসনে জয়লাভ করতে পেরেছে বাম বিজেপি জোট। 

পঞ্চায়েত ভোটের পূর্বে যথেষ্ট আলোড়নের সৃষ্টি করেছিল নন্দকুমার এর কৃষি সমবায় নির্বাচন। সেখানে বাম বিজেপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। অনেকে মনে করেছিল পঞ্চায়েত নির্বাচনেও বাম বিজেপি জোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কিন্তু সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছিল গেরুয়া এবং লাল দুই শিবির ই। যদিও বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ উল্টো সুর গেয়েছিলেন। তিনি বলেছিলেন, তৃণমূল কংগ্রেসকে হারাতে বৃহত্তর শক্তি গঠন করা উচিত। কিন্তু রাজ্য রাজনীতিতে বাম বিজেপি জোট আর কাজে আসলো না। মহিষাদল এর সমবায় নির্বাচনে আশাহত হল বাম বিজেপি জোট। 

তৃণমূল কংগ্রেস বারবার বিজেপি এবং সিপিআইএমকে রাম বাম বলে কটাক্ষ করেছে। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, বিজেপি এবং সিপিআইএমের মধ্যে গোপন আঁতাত রয়েছে। যদিও সেই অভিযোগ কে সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উড়িয়ে দেওয়া যায় না। এই নিয়ে দুবার রাজ্যের সমবায় নির্বাচনে বাম এবং বিজেপি এককাট্ট  হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করল। আর এই পদক্ষেপই বারবার পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বাম বিজেপি জোটের জল্পনা কে উস্কে দিচ্ছে। যদিও মহিষাদল এর কৃষি সমবায় নির্বাচন সেই জল্পনার উপর জল ঢেলে দিল। শাসক দল তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল বাম-বিজেপি একত্রিত হয়েও তৃণমূল কংগ্রেসকে রুখতে পারবে না। 

রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যে খুব একটা ভালো জায়গায় নেই বিজেপি এবং সিপিআইএম। কংগ্রেস ও যে খুব একটা আলোড়ন সৃষ্টি করতে পেরেছে এমনটা নয়। আর এই সময় রাজ্যের শাসকদলকে হারানোর জন্য ত্রিশক্তি এক হতে পারে পঞ্চায়েত স্তরে। যদিও তা কতটা কাজে আসবে তার কোন ঠিক নেই। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বর্তমানে সাংগঠনিক ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। অন্যদিকে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রত্যেকটি পঞ্চায়েতে প্রার্থী পর্যন্ত দিতে পারবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে কি হয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম