কলার ধরে দিলীপ ঘোষকে গ্রেফতার করুক CBI, শুভেন্দু কুকুরের মত ঘেউ ঘেউ করছে বলল কুণাল


Kunal Ghosh | Dilip Ghosh | Suvendu Adhikari : দিলিপ ঘোষকে গ্রেফতার করুক CBI, দাবি কুণালের। পাশাপাশি শুভেন্দু অধিকারী কে কুকুরের সাথে তুলনা করলেন কুণাল ঘোষ। 

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কলার ধরে দিলীপ ঘোষ কে গ্রেপ্তার করুক সিবিআই। তৃণমূলের লোক অন্যায় করলে বাড়িতে সিবিআই যাবে, আর প্রসন্ন রায় বাড়িতে ৯৯ লাখ টাকার দলিল পাওয়া গেলেও দিলীপ ঘোষ জেলের বাইরে ঘুরে বেড়াবে, দুটো কি করে একসঙ্গে সম্ভব? রবিবার কেশিয়াড়ির জনসভা থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি কে এভাবেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। এদিন কুনাল ঘোষ বলেন, “আমার দাবি খুব পরিষ্কার। যদি সিবিআই, ইডি নিরপেক্ষ হয় তাহলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে দিলীপ ঘোষ কে অবিলম্বে গ্রেফতার করুক। ওঁর যা বলার জেলে গিয়ে বয়ান দিক।”

পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের করা একাধিক কুমন্তব্যের জবাব দেন কুণাল। তিনি বলেন, “সেই কবে থেকে ওনার নানা হুমকি শুনে আসছি। একটা তো অন্তত করে দেখান। বলছি গাড়ি চাপা দিয়ে মারবো। এটা ওদের জেনেটিক প্রবলেম।” 

এরপর কুণাল উত্তরপ্রদেশের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “কৃষকরা যখন আন্দোলন করছিলেন এই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ছেলে ধরনার ওপর গাড়ি তুলে দিয়ে গাড়ি চাপা দিয়ে মারল। এটাই ওদের সংস্কৃতি। আর সেই প্রসঙ্গ টেনে কুনাল বলেন, “দিলীপ ঘোষ কে পশ্চিমবঙ্গে কাউকে গাড়ি চাপা দিয়ে মারতে হবে না। বিজেপির গাড়ি তার আগেই ব্রেক ফেল হয়ে যাবে। ওই গাড়ি আর চাপা দেওয়ার অবস্থায় আর থাকবে না।” এরপর কুণালের প্রশ্ন, “দিলীপবাবু কোন বিজেপি, আদি বিজেপি না তৎকাল বিজেপি?” তারপরে দিলীপের উদ্দেশ্যে কুণালের পরামর্শ, আগে একটা বিজেপি ঠিক করুন তারপর কথা হবে।

তবে শুধু দিলীপ ঘোষ কেই নয়, এদিন কুনাল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেও তীব্র আক্রমণ করেন। কুনাল বলেন, “আমাদের দলের এক বেইমান, বিশ্বাসঘাতক, গাদ্দার হঠাৎ হিন্দু সেজেছে। দেশী হিন্দু। সিবিআই, ইডির হাত থেকে বাঁচতে বিজেপির ঘরে বসে রয়েছে। আমরা আজও সিবিআই, ইডির সামনে মাথা উঁচু করে চোখ তুলে লড়াই করে যাচ্ছি। আর কাপুরুষ, বেহায়া, নির্লজ্জ শুভেন্দু বিজেপির দরজা বেঁধে রাখা কুকুরের মত ঘেউ ঘেউ করছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম