বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ে সমস্যা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড Jio Cinema

FIFA World Cup 2022|Qatar|Jio Cinema : জিও সিনেমার ওপর ক্ষুব্ধ ভারতীয় ফুটবলপ্রেমী দর্শকরা। কিন্তু দর্শক আবার সোশ্যাল মিডিয়ায় জিও সিনেমাকে ট্রোল করলেন। কিন্তু কেন? 


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : রবিবার শুরু হয়ে গিয়েছে বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা, ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, প্রথম ম্যাচ ছিল আয়োজক দেশ কাতার ও ইকুয়েডের মধ্যে। ম্যাচ শুরুর আগে, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছিল ফিফা সংস্থা। মরগান ফ্রিম্যান, বিটিএস এর জনপ্রিয় গায়ক জং কুকের পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। 

কিন্তু সেখানেই ঘটেছে বিপত্তি। উদ্বোধনী অনুষ্ঠানটি চলার সময় লাইভ স্ট্রিম করছিলেন ভারতের দর্শকদের জন্য জিও সিনেমা। লাইভ স্ট্রিমিং চলাকালীন বাফারিং সমস্যা শুরু হয়। বিশ্বের সবচেয়ে বড় ইভেন্টের জন্য সম্ভাব্য সেরা স্ট্রিমিং না করার জন্য অনেক ব্যবহারকারী জিও সিনেমাকে বিভিন্ন সমাজ মাধ্যমের ট্রোল করেছেন।

লাইভ স্ট্রিমিং সমস্যাটি শুধুমাত্র উদ্বোধনী অনুষ্ঠান চলাকালী হচ্ছিল তা নয়, পাশাপাশি যখন লাইভ কাতার ও ইকুয়েডর ম্যাচ চলছিল, তখনও হচ্ছিল। শীঘ্রই ভারতের ফুটবলপ্রেমী সমর্থকরা অভিযোগ করতে শুরু করে। 

যদি জিও সিনেমা, তাদের অফিসিয়াল হ্যান্ডেইলে ট্যুইট করে বলেছে, যে ব্যবহারকারীদের সর্বোত্তম সম্ভাব্য স্ট্রিমিং এর জন্য অ্যাপটি আপডেট করতে হবে। তবে অ্যাপটি আপডেট করার পরেও এই সমস্যা অব্যাহত ছিল।

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ছিল আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে। ম্যাচটিতে আয়োজক দেশ কাতার কে ২-০ গোলে পরিচিত করে। ইকুয়েডরের হয়ে দুটি গোল করেন এনার ভ্যালেন্সিয়া। কাতার ইতিহাসে নাম লেখাল, প্রথম হোম টিম হিসাবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হেরে যাওয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম