সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে চাপে বিজেপি। হিমাচল প্রদেশে অগ্নিপথ পার হতে হবে মোদি সরকার কে। গত জুন মাসে মোদি সরকার সেনাবাহিনীতে নিয়োগে একটি চুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে এসেছিল। যার প্রতিবাদ হয়েছিল সমগ্র দেশেই, তাতে সামিল হয়েছিল হিমাচল প্রদেশও।
প্রসঙ্গত, জুন মাসে মোদি সরকার চুক্তিভিত্তিক সেনাবাহিনীতে নিয়োগের জন্য একটি প্রকল্প নিয়ে আসে। স্বাভাবিকভাবেই চার বছর চুক্তিভিত্তিক নিয়োগের পরে অগ্নিবীদের ভবিষ্যৎ কি হবে? তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যেহেতু সেনাবাহিনীতে এই পাহাড়ি রাজ্য থেকে সব থেকে বেশি নিয়োগ হয়। কার্যত সেই চিন্তায় ঘুম উড়েছিল হিমাচল প্রদেশের বহু মানুষের।
দেখা যাচ্ছে, হিমাচল প্রদেশের ভোটের প্রচারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির তাবড় তাবর নেতারা সেনাবাহিনীর সংক্রান্ত কোনো প্রসঙ্গ নিয়ে একটি টু শব্দও করেনি। এবার নির্বাচনের আগে মোদিকে বলতে শোনা গিয়েছে, “আপনারা যেখানেই পদ্মের প্রতীক দেখবেন, বুঝে যাবেন আপনার কাছে মোদী ও বিজেপি এসেছে।” আসলে তার দাবি ছিল, বিজেপির প্রার্থী যেই হোক না কেন পদ্মফুল টিপে ভোট দেওয়া মানে মোদিকে ভোট দেওয়া।
কিন্তু এত কথা বললেও মোদি কিংবা বিজেপির অন্য কোন নেতারা অগ্নিপথ প্রকল্প নিয়ে একপ্রকার মুখে কুলুপ দিয়েছে। কিন্তু তাতে যে হিমাচল প্রদেশের মানুষের মনে অগ্নিপথ বিরোধিতার আগুন নিভে গেছে, এটি বললে বাড়াবাড়ি হবে। অগ্রির লেলিহান শিখা দেখা না গেলেও, অগ্নিপথ বিরোধিতার আগুন হিমাচলে ধিকি ধিকি করে জ্বলছে।
