দলীয় সমস্যার সমাধানের উদ্দেশ্যে জেলায় জেলায় কো-অর্ডিনেটর নিয়োগ করলো তৃনমূল

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী বছর পঞ্চায়েত নির্বাচন , আর তার আগেই জেলায় জেলায় দলীয় নেতৃত্বের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে কো-অর্ডিনেটর নিয়োগ করলো তৃনমূল। 

প্রধানত জেলায় জেলায় উপস্থিত রাজনৈতিক ভাবে পারদর্শী নেতাদের হাতেই এই দায়িত্ব তুলে দিচ্ছে তৃনমূল। জেলার প্রতিটি সমস্যার সমাধান, আভ্যন্তরীণ কোন্দল দূর করা এবং সর্বোপরি সংগঠনকে চাঙ্গা করবার গুরু দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে এদের ঘাড়ে। 

নির্বাচনের আগে ব্লক কমিটিগুলোর পরিবর্তন নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আভ্যন্তরীণ তরজা। যদিও তৃনমূল নেত্রী সাফ জানিয়ে দিয়েছেন নিজেদের মধ্যে ঝামেলা করে কিছুই মিলবে না। ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তিনি। আর এইসব পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই মাঠে নামতে চলেছে কো-অর্ডিনেটররা। 


কোচবিহার : উদয়ন গুহ 

আলিপুরদুয়ার : প্রকাশচিক বরাইক 

জলপাইগুড়ি : মহুয়া গোপ 

দার্জিলিং : পাপিয়া ঘোষ 

কালিম্পং : এলবি রাই 

উত্তর দিনাজপুর : কানাইলাল আগরওয়াল

দক্ষিণ দিনাজপুর : মৃনাল সরকার 

মালদহ : আব্দুল রহিম বক্সি 

মুর্শিদাবাদ : খালল্লুর রহমান 

নদিয়া : মহুয়া মৈত্র

কলকাতা : দেবাশিস কুমার 

উত্তর চব্বিশ পরগনা : জ্যোতিপ্রিয় মল্লিক 

দক্ষিণ চব্বিশ পরগনা : অরুপ রায় 

হুগলি : স্নেহাশিস চক্রবর্তী 

পূর্ব মেদিনীপুর : সৌমেন মহাপাত্র

পশ্চিম মেদিনীপুর : অজিত মাইতি

ঝাড়গ্রাম : দুলাল মুর্ম

পুরুলিয়া : সৌমেন বেলথোড়িয়া 

বাঁকুড়া : সায়ন্তিকা বন্দোপাধ্যায় 

পূর্ব বর্ধমান : রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়

পশ্চিম বর্ধমান : মলয় ঘটক 

বীরভূম : অভিজিৎ সিংহ 


অনুব্রত হীন বীরভূমের দায়িত্ব দেওয়া হচ্ছে বিধায়ক অভিজিৎ সিংহের হাতে। নদীয়ার কো-অর্ডিনেটর কমিটিতে মহুয়া মৈত্র এর পাশাপাশি থাকবে স্থানীয় বিধায়কও। সয়ং তৃনমূল সুপ্রিমর নজরদারিতে তৈরি হয়েছে এই তালিকা। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম