সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : যত এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট তত উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। নন্দীগ্রামে কুনাল শুভেন্দু টানাপোড়েনের মধ্যে শহীদ স্মরণ কর্মসূচিকে ঘিরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে বুধবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল নন্দীগ্রামে বেআইনি অস্ত্র ও কোটি কোটি টাকা শুভেন্দু ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “নন্দীগ্রামের বিভিন্ন এলাকা থেকে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা শুভেন্দুর কনভয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছি। গ্রামবাসীরা অভিযোগ করেছেন, ওই গাড়িতে করে বাইরে থেকে দুপুর পরিমাণ টাকা ও বেআইনি অস্ত্র ঢুকছে নন্দীগ্রামে। বিজেপিতে যে ভাঙ্গন শুরু হয়েছে তা আটকাতেই বাইরে থেকে প্রচুর টাকা নিয়ে এসে পাড়ায় পাড়ায় ছড়াতে শুরু করেছেন বিরোধী দলনেতা। টাকা ছড়িয়ে দল ছেড়ে যেতে যাওয়া কর্মীদের আটকানোর চেষ্টা করছে লোডশেডিংয়ে জেতা বিজেপি নেতা।”
কুনাল ঘোষ আরও বলেন, “পুলিশকে বলব নাকা চেকিংয়ে শুভেন্দুর কনভয় আটকে মাঝেমধ্যেই গাড়িতে তল্লাশি চালানো হোক। তাহলে প্রমাণ হয়ে যাবে কেন্দ্রীয় বাহিনী ঘেরাটোপে থাকার শুভেন্দুর কনভয়ের সুবিধা নিয়ে কিভাবে বেআইনি পাচার চক্র চালাচ্ছে শুভেন্দু।”
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনীতিতে নিজের গুরুত্ব বোঝাতে, তিনি বলেন, “তৃণমূল নেতাদের বক্তব্যের ৮০ শতাংশই আমাকে নিয়ে থাকছে।” বিরোধী দলনেতার এহেন মন্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, “ওকে শুনতে হবে কারণ, তৃণমূলে থাকার সময় জেলার ৮০ শতাংশ পদ ও ক্ষমতা অধিকারীরা ভোগ করেছে। নিজে ও বাপ ভাই সব লুটেপুটে খেয়েছে। তাই ওদের কুকীর্তির কথা তো শুনতেই হবে।”

