২০২৪ এ ক্ষমতায় আসবে না বিজেপি, কিভাবে সম্ভব সেই অঙ্ক স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : এর আগেও একাধিক বার তৃনমূল নেত্রী দাবি করেছেন যে ২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবেন না। আবারও একই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সঙ্গে বুঝিয়ে দিলেন তাঁর বক্তব্যের পিছনের অঙ্কটাও। 

এদিন কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী এর বক্তব্য “শুধু আমি না , ২০২৪ বিজেপি হারবে গোটা দেশ বলছে। আগেরবার যখন ওরা জিতেছিলো তখন ঝাড়খণ্ড, বিহারে ওদের সরকার ছিলো। এখন আর নেই”

তৃনমূল সুপ্রিমর ভবিষ্যৎবাণী “কেরলে হারবে, কর্ণাটকে হারবে, উত্তর পূর্ব ভারতে জিততে পারবে না। তামিলনাড়ুতে আমার বন্ধু সরকার রয়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট , দিল্লিতে আগেরবার সব আসনে জিতেছিলো। এবার কি ভাবছেন তাই হবে ? কোনো অঙ্কে তাই হবে না।”

যদিও এদিন হিমাচল বা গুজরাটের নির্বাচন নিয়ে কোনো বক্তব্য রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন এজেন্সির অত্যাচারের বিরুদ্ধেও সরব হন এই মঞ্চ থেকে। তিনি গর্জে ওঠেন সিএএ এর বিরুদ্ধেও। তিনি বলেন নির্বাচন আসলেই এনআরসি, সিএএ এর জুজু দেখায় বিজেপি। যদিও তিনি আশ্বাস দিয়েছেন তিনি বেঁচে থাকতে কারোর নাগরিকত্ব বাতিল হতে দেবেন না। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম