সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : ২০২৩ সালে কলকাতা ইকো পার্কে অরিজিৎ সিং এর লাইভ অনুষ্ঠান হবে। তা নিয়েই এখন থেকে উত্তেজনা তুঙ্গে উঠেছে। রমরমিয়ে বিক্রি হচ্ছে শোয়ের টিকিট। কিন্তু একটি লাইভ অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ মূল্য কি হতে পারে? ৫০ হাজার টাকা। হ্যাঁ, এইতো আমি বিক্রি হচ্ছে অরিজিৎ সিংয়ের লাইভ অনুষ্ঠানের ‘ডায়মন্ড লাউঞ্জ’-এর টিকিট।
২০২৩ সালের ১৮ই ফেব্রুয়ারি অরিজিত সিংয়ের লাইভ অনুষ্ঠান হবে কলকাতার ইকোপার্কে। সেখানে বসার জায়গার ভিত্তিতে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সবার পিছনে রয়েছে ব্রোঞ্জ সেকশন। সেখানকার টিকিটের মূল্য ২৫০০ টাকা। তারপর রয়েছে সিলভার সেকশন, সেখানকার টিকিটের মূল্য ৪০০০ টাকা। এরপর রয়েছে গোল্ড সেকশন, সেখানকার টিকিটের মূল্য ৪৫০০ টাকা। তারপর রয়েছে প্লাটিনাম সেকশন, সেখানকার টিকিটের মূল্য ৮৫০০ টাকা।
পেজের সবচেয়ে কাছে রয়েছে ডায়মন্ড লাউঞ্জ সেকশন। এখানকার টিকিটের মূল্য ৫০ হাজার টাকা। ‘পেটিএম ইনসাইডার’ নামক পেজ থেকে যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী এই টিকিট কিনলে দুজন ডায়মন্ড লাউঞ্জ এর সোফায় বসে অরিজিৎ সিংয়ের গান শুনতে পারবেন। এই সেকশনে টিকিট কিছু একটি গাড়ি পার্কিংয়ের পাসও পাওয়া যাবে।
মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এর ছেলে অরিজিৎ সিং। একটি হিন্দি রিয়েলিটি শো এর মাধ্যমে মুম্বাইয়ে তিনি নিজের সফর শুরু করেছিলেন। তারপর বহু বছর তিনি নিজেকে তৈরি করেছেন। অরিজিৎ সিং প্রথমবার জনপ্রিয়তা পেয়েছিল ‘লে আয়া দিল’ গানের মাধ্যমে। তারপর থেকে তার কন্ঠের সম্মোহনে আচ্ছন্ন অনুরাগীরা। বর্তমানে অরিজিৎ সিং গ্ল্যামারের অহংকার ছেড়ে মুর্শিদাবাদে জিয়াগঞ্জের ছেলে হয়েই বাঁচেন। তাতেও তার জনপ্রিয়তায় কোনরকম আঁচ পড়েনি। তাই তার অনুষ্ঠানের টিকিটের সর্বোচ্চ মূল্য ৫০০০০ টাকা।



