ফাইনালে পরাজিত পাকিস্তান, আবার বিশ্বকাপ বিজেতা হলো ইংল্যান্ড

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: ফাইনালে পরাজিত পাকিস্তান, আবার বিশ্বকাপ বিজেতা হলো ইংল্যান্ড।

ভেঙে গেল পাকিস্তানের অহংকার। ২০২২ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে নিল ইংল্যান্ড। এই নিয়ে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্ববিজেতা ইংল্যান্ড। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান। পাকিস্তানের সমর্থকরা আশায় বুক বেঁধেছিল। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল পাকিস্তান ক্রিকেট টিম। হলো না ২০০৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি।

গ্রুপ স্টেজে সামান্য লড়াই করতে হলেও ইংল্যান্ড সেমিফাইনাল এবং ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স ছিল। সেমিফাইনালে ভারতকে সম্পূর্ণভাবে পরাজিত করে ফাইনালে পৌঁছায় ইংল্যান্ড। ফাইনালে ও বজায় থাকলো তাদের দুর্দান্ত ফর্ম। পাকিস্তানকে প্রায় সামান্য লড়াইয়ে হারিয়ে দিল ইংল্যান্ড। প্রসঙ্গত, ইংল্যান্ডের মতো শক্তিশালী টিমকে পরাজিত হতে হয়েছিল আয়ারল্যান্ডের কাছে। যা দেখে হতবাক হয়ে গেছিল গোটা ক্রিকেট বিশ্ব। অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন ইংল্যান্ড হয়তো পারবে না এইবার বিশ্বকাপে ভালো ফল করতে। কিন্তু সেসবের পাত্তা না দিয়ে ইংল্যান্ড দেখিয়ে দিল যে তারাই পারে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের খেতাব জয় করে নিল ইংল্যান্ড। 

পাকিস্তান যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে নেমেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু টস করতে এসে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম হেরে যান। প্রথম টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় জশ বাটলারের টিম। কিন্তু প্রথম ব্যাট করতে নেমে প্রথম থেকেই খারাপ খেলতে শুরু করে পাকিস্তান। ৪ ওভার ২ বলে মোহাম্মদ রিজওয়ান ড্রেসিংরুমে ফিরে যান। টিমের স্কোর তখন ২৯ রানে এক উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারিনি পাকিস্তান। একের পর এক পাকিস্তান ব্যাটসম্যান রা ফিরে যান ড্রেসিং রুমে। কার্যত, স্যাম করণ এবং আদিল রাশিদের আগুন ঝরানো বলে নতি স্বীকার করতে বাধ্য হয় পাকিস্তান। টেনেটুনে কুড়ি ওভার শেষে ১৩৭ রান করে পাকিস্তান। 

স্কোরবোর্ডে ভালো রান তুলতে না পারায় ইংল্যান্ডের কাছে জয় অনেকটা কাছে এগিয়ে আসে। প্রথম ওভারেই উইকেট পড়ে যায় ইনফর্ম ব্যাটসম্যান আলেক্স হেলস এর। পাঁচ ওভার তিন বলে ইনফর্ম ব্যাটসম্যান যশ বাটলার ও ফিরে জান ডেসিং রুমে। ইংল্যান্ডের স্কোর তখন পাঁচ ওভার তিন বলে ৪৫ রানে ৩ উইকেট। ব্যাট করতে এসে ইংল্যান্ড ব্যাটসম্যানদের পরপর উইকেট পড়াতে অনেকটা আশা জেগে ছিল পাকিস্তান ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সেই আশা- আশাই থেকে যায়। পাকিস্তান ও বিশ্বকাপের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায় বেন স্ট্রোক। ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। কার্যত, ইংল্যান্ডকে বিশ্বকাপের সামনে এনে দেন তিনি। 19 ওভারেই ৫ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

উল্লেখ্য, সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত সেমিফাইনালে হেরে যাওয়ায় খোঁচা দিয়েছিল। যার জবাব খোদ দিয়েছিলেন ইরফান পাঠান। কিন্তু দিনশেষে হাড়ের মুখই দেখতে হল পাকিস্তানকে। এক দশক পর ইংল্যান্ড ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করল। যা নিয়ে যথেষ্ট উৎসাহিত ইংল্যান্ডের ক্রিকেটপ্রেমীরা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম