হেমন্তের প্রশ্নের পাল্টা জবাব শশীর, কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়েও দন্দ্ব বিজেপির সঙ্গে


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়েও এবার লেগে গেলো বিজেপির সঙ্গে দন্দ্ব। অসমের মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা হিমন্ত বিশ্বশর্মা কদিন আগেই কংগ্রেসের সভাপতি নির্বাচনকে কটাক্ষ করে বলেছিলেন , যে এক হাজার জন সাহসী কংগ্রেস নেতা শশী থারুরকে ভোট দিয়েছিলো তারা এবার বিজেপিতে যোগ দেবে। এবার কেরল থেকে তার পাল্টা উত্তর দিয়ে শশী থারুর বললেন “বুকে সাহস থাকলে কেউ বিজেপিতে যায়না।”

এই বাক যুদ্ধের সুত্রপাত ঘটে শনিবার অসমের মুখ্যমন্ত্রী বলেন, “কংগ্রেসের তথাকথিত সভাপতি নির্বাচনের ঢের আগেই ফল জানা হয়ে গিয়েছিলো। আমি বলতে চাই কংগ্রেস গণতান্ত্রিক মানষিকতার মানুষ আছে সেই এক হাজার জন যারা সাহস দেখিয়ে শশী থারুরকে ভোট দিয়েছে। আমি জানি খুব দ্রুত তারা সবাই বিজেপিতে যোগ দেবেন।”

আর এই কথা শুনেই পাল্টা উত্তর দিতে দেরি করেনি কংগ্রেসও। শশী জবাব দিয়েছে “বুক সাহস থাকলে বিজেপিতে যোগ দিতে যাবেন না। যাদের লড়াই করার সাহস নেই তারাই বরং বিজেপিতে যোগ দেবেন।” এই বক্তব্যের মাধ্যমে সরাসরি হেমন্তের দিকে ছুড়ে দেন কটাক্ষ। নিঃসন্দেহে তার দলবদলের অতীতকেই লক্ষ্য করে এই কটাক্ষ করেন শশী থারুর। 

প্রসঙ্গত উল্লেখ্য ১৭ অক্টোবর ছিল কংগ্রেস সভাপতি নির্বাচন যাতে দ্বিমুখী লড়াই ছিলো শশী থারুর এবং মল্লিকার্জুন খড়গের মধ্যে যার ফলাফল সামনে আসতে জানা যায় শশী পেয়েছেন ১০৭২ টি ভোট। খড়গে পান ৭৮৯৭ ভোট। হেমন্ত কটাক্ষের সময় শশী থারুরের পাওয়া ভোটকেই উল্লেখ করতে চেয়েছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম