আদালতে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারী কে, নির্দেশ বিধাননগর আদালতের

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: আদালতে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারী কে, নির্দেশ বিধাননগর আদালতের।

সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কে, এমনই নির্দেশ দিল বিধাননগর আদালত। বিধাননগরের মেম্বার ইন কাউন্সিলের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য এই পদক্ষেপ নিল বিধাননগর আদালত। আগামী ২১শে জানুয়ারি আদালতে স্ব শরীরে হাজিরা দিতে হবে বিরোধী দল নেতাকে। গত শুক্রবার আলিপুর আদালত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আরেকটি মামলায় সমন পাঠিয়েছিল। যা নিয়ে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। আর এখন আবার একটি সমন পাঠালো আদালত। 

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিল। আর সেই মামলার বিচার প্রক্রিয়ায় আদালত শুভেন্দু অধিকারী কে আদালত চত্বরে হাজির থাকার নির্দেশ দিয়েছিল। যা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। আর তার ই মাঝে বিধান নগর পৌরসভার মেম্বার ইন কাউন্সিল তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করে। আর সেই মামলার বিচার প্রক্রিয়াতেই গত শনিবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এমন নির্দেশ দিল বিধাননগর আদালত। ফলস্বরূপ পুনরায় অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির।

দেবরাজ চক্রবর্তীর আইনজীবী শুভজিৎ সাহা বলেন,“রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত ২০ জুন এবং ৭ সেপ্টেম্বর দেবরাজ চক্রবর্তী সহ আরও অনেক জনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন। এই নিয়ে শুভেন্দু অধিকারী কে আইনি নোটিশ পাঠানো হলেও তা নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি তার কাছ থেকে”। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাবা অমিত বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মানহানির মামলা করেছে তা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গেছে সারা রাজ্যে। অমিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলেছে তিনি নাকি এক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর দ্বারা সামাজিক ক্ষেত্রে তার মানহানি হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য হলেও রাজনীতির সঙ্গে তার কোন যোগাযোগ নেই। তাই এই ধরনের মিথ্যা অভিযোগ এনে তার সামাজিক ক্ষেত্রে সম্মানহানি হচ্ছে। 

প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা বারংবার তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা সহ তাদের পরিবারের ওপর ব্যক্তি আক্রমণ এনেছে। যা রাজনীতির ক্ষেত্রে কোন দিনও মাননসই নয়। এর আগেও শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন বছরের শিশুর ওপর কুরুচিকর আক্রমণ করেছিল। যা নিয়ে শিশু অধিকার সুরক্ষা কমিশন শুভেন্দু অধিকারী কে শোকজ নোটিশ পাঠায় গত শুক্রবার। সব মিলিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে আইনি জট ক্রমশ বেড়েই চলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম