সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পঞ্চায়েত ভোটের সময় পুরো দমে ময়দানে নামার সবরকম প্রস্তুতি নিচ্ছে শাসক শিবির। সব পঞ্চায়েতে জোড়া ফুল ফোটাতে বদ্ধ পরিকর রাজ্য নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে যখন নির্বাচনের গুরুদায়িত্ব ন্যস্ত উচ্চ নেতৃত্বের কাঁধে তখন তৃনমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় যাচ্ছেন দিল্লি সফরে। যেতে পারেন মেঘালয়েও।
যতদূর খবর আগামী সপ্তাহেই তিনি যাচ্ছেন রাজ্যের বাইরে। আগামী ১৫ তারিখ নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে পর্যালোচনা বৈঠক আছে সাংসদের। এরপরই ১৭ তারিখ রওনা হবে মেঘালয়ের উদ্যেশ্যে। ১৭ এবং ১৮ তারিখ তিনি থাকবেন শিলংয়ে থাকবেন অভিষেক।
উত্তর পূর্ব ভারতের ছোট্ট রাজ্যে অনেক দিন ধরেই সংগঠন বিস্তারে নজর দিয়েছে তৃনমূল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সদলবলে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে তৃনমূলের সংগঠন বিস্তার। এর আগেও বহুবার ওখানকার দলীয় নেতা কর্মীদের সঙ্গে দেখা করতে গেছেন অভিষেক বন্দোপাধ্যায়। এবারও সম্ভবত সেই উদ্যেশ্যেই যাচ্ছেন তিনি।
আর এই মেঘালয় সফরের পর ২৭ তারিখ দিল্লি যাচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২৭,২৮ সেখানে থাকতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়। ধারনা করা হচ্ছে শীতকালীন অধিবেশনে যোগ দিতেই দিল্লি যাচ্ছেন সাংসদ। তবে এই দিল্লি সফরের অন্য গুরুত্বও আছে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
তবে এরপর সম্পূর্ণ মনোযোগ সহকারে রাজ্যের সংগঠনেই মনোনিবেশ করবেন অভিষেক। আগামী ৩ ডিসেম্বর বিরোধী দলনেতার গড় থেকে প্রচার শুরু করবেন তিনি। তবে তার আগে এই সফরের বিশেষ গুরুত্ব আছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
