‘আমি কামড়ানোর সুযোগ দিইনি’, ‘ডোন্ট টাচ মাই বডি’র ব্যাখ্যা দিতে গিয়ে হাসির খোরাক হল শুভেন্দু


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : বুধবার আন্দোলন বন্ধ করতে গিয়ে এক চাকরি প্রার্থীকে কামড়ানোর অভিযোগ উঠেছিল এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। আর সেই অভিযোগ নিয়ে বর্তমানে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। এরই মধ্যে আবার এই বিতর্কে নয় মাত্রা যোগ করে হাসির খোরাক হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বললেন, বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকেও কামড়ানোর জন্য পুলিশ কর্মীদের পাঠানো হয়েছিল। তিনি সেটা হতে দেননি।

প্রসঙ্গত গত ১৩ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে এক অদ্ভুত আচরণ করতে দেখা গিয়েছিল। নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে স্বইচ্ছায় ধরা দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন, “ডোন্ট টাচ মাই বডি। আই এম মেল। ইউ আর ফিমেল।”

সেই দিন শুভেন্দুর এহেন আচরণের জন্য অনেক কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। এমনকি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ’আলুভাতে মার্কা বিরোধী দলনেতা’ বলেও কটাক্ষ করেছেন। পরে নিজের মন্তব্যকে সমর্থন করতে গিয়ে শুভেন্দু বলেন, রাজ্য সরকার তাঁকে ফাঁসানোর চেষ্টা করছিল।

কিন্তু বুধবারে কামড় কাণ্ডের পর শুভেন্দু নতুন অস্ত্র নিয়ে মাঠে নামলেন। এবার শুভেন্দু পালটা দাবি করছেন, সেদিন তাঁকেও কামড়ানোর চেষ্টা করা হয়েছিল। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, “পুলিশ যে কামড়াতে পারে, সেটা আমার ধারণা ছিল না। এই লেডি ব্রিগেড আমার ওপরেও চড়াও হয়েছিল।

তিনি আরও বলেন, “আমাকে যারা ঘিরে ধরেছিল সবাই স্পোর্টস ড্রেসে ছিল। আগে থেকেই সব পরিকল্পনা করা ছিল। ওরা চেয়েছিল মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে আমার হাতাহাতি হোক। আমি সেদিন কামড়ানোর সুযোগ দিইনি। প্রতিবাদ করেছিলাম।”

কার্যত শুভেন্দু অধিকারী “ডোন্ট টাচ মাই বডি...”, তার এই আগের বক্তব্যকে সমর্থনে যে যুক্তি দিয়েছেন, তাতেই রাজনৈতিক মহলে হাসির খোরাক হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম