সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : পঞ্চায়েতের সময় একই সাথে অনুষ্ঠিত হবে কিছু পৌরসভার নির্বাচনও এমনই জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
হাওড়া বালি সহ ৭ টি পৌরসভার নির্বাচন হবে পঞ্চায়েত ভোটের সঙ্গেই এমনই এমনই ইঙ্গিত দিলেন কলকাতার মেয়র। এর অর্থ আগামী বছরের শুরুতেই সবকটি বকেয়া পুরভোট সেরে ফেলতে চায়।
যতদূর জানা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ পঞ্চায়েত নির্বাচন সেরে ফেলার প্রস্তাব আগেই রাজ্য নির্বাচনের কাছে পাঠিয়েছে নবান্ন। এবার মন্ত্রীর গলায় শোনা গেলো পঞ্চায়েতের সাথেই পুর ভোট ও সেরে ফেলতে চায় রাজ্য।
ফিরহাদ হাকিম জানিয়েছেন যে সারা বছর নির্বাচন চলতে থাকলে কাজকর্মে সমস্যা হয়, বিঘ্নিত হয় জনগণের সাধারণ জীবনযাত্রাও তাই সকলের সুবিধার্থে পঞ্চায়েতের সঙ্গেই হয়ে যেতে পারে পৌরসভা ভোট এমনটাই জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে ধুপগুড়ি, পাঁশকুড়া , হলদিয়া, বুনিয়াদপুর, দূর্গাপুর, নলহাটি, কুর্পাস ক্যাম্প, কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি ও কার্শিয়াং এর পুর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই বকেয়া আছে এই নির্বাচনগুলি। এর সঙ্গে হাওড়া এবং বালি এর নির্বাচনও করিয়ে দেওয়ার কথা ভাবছে নবান্ন।
