সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : এবার বাম এবং বিজেপির জোটের সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের নন্দকুমার। নন্দকুমার বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি প্রাইভেট লিমিটেড এর নির্বাচনে দেখা গেলো পদ্ম ও কাস্তে হাতুরি-কে এক হতে।
শাসক দল তৃনমূল কংগ্রেস কার্যত উপস্থিতি ছিলো না। এই নির্বাচনে ৬৩ টার মধ্যে ৪৩ টা আসনেই মনোনয়ন জমা দিয়েও প্রত্যাহার করে নিয়েছিলো শাসক শিবিরে ফলে বলা যায় ফাকা মাঠে গোল দিয়ে ৬৩ টা আসনেই জয়লাভ করে বিরোধী জোট।
প্রথম ৫২ টা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিরোধীরা আর ১১ টি আসন সুরক্ষিত করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি এর প্রার্থীরা।
২০২১ এর বিধানসভার পূর্বে সিপিআইএম বিজেমূল তত্ত্ব তুলে আক্রমণ করেছিলো শাসক দলকে। এর ভিত্তি তারা সাজিয়ে ছিলো তাদের প্রচার। কিন্তু এবার সিপিআইএম ই বিজেপির সঙ্গে জোটে আশায় ঠাট্টার সুর বাজছে রাজনৈতিক মহলে।
এর আগেও কেরালায় এক হতে দেখা গেছে তাদের আন্দানি বন্দর প্রকল্পের নির্বাচন । এবার বাংলার মাটিতেও তাদের এই জোট শাসক দলের বলা সিপিআইএম বিজেপি সেটিং তত্ত্বেই সিলমোহর দিলো এমনটাই মত রাজনৈতিক মহলের।

