সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : রাজ্য পুলিশের দিদির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এমনই নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায়। গত ৭ই জানুয়ারি নেতাই ঢুকতে বাধা পেয়েছিল শুভেন্দু অধিকারী, এই অভিযোগে মামলা করা হয়।
প্রসঙ্গত, ২০১১ সালে নিতাই গণহত্যা বাংলার রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন ফেলে দিয়েছিল। প্রতিবছরই ৭ই জানুয়ারি শুভেন্দু শহীদ বেদীতে মালোত দান করতে নেতাই যান। প্রতিবছরের মত এ বছরও ৭ই জানুয়ারিশহীদ বেদীতে মাল্যদান করতে লালগড়ের নেতাই-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
শুভেন্দুর অভিযোগ, সেই কর্মসূচিতেই বাধা দেয় পুলিশ। শুভেন্দুকে নাকি শহীদ বেদীতে মালো দান করতে দেওয়া হয়নি, পুলিশ তাকে বাধা দিয়েছে। শুভেন্দু আরও দাবি করেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছিলেন বাংলা যে কোন প্রান্তে যেতে পারেন তিনি। তা সত্ত্বেও পুলিশ কেন তাকে নিতে দিতে ঢুকতে বাধা দিয়েছে, এই অভিযোগে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু অধিকারী।
রাজ্য পুলিশের ডিজিকে আদালতে তলক করা হয়, কেন নেতাই তে ঢুকতে শুভেন্দু অধিকারী কে বাধা দেওয়া হল এই সংক্রান্ত তথ্যের খোঁজে। সেই তলবে সারা দিয়ে হাজিরও দেয় ডিজি মনোজ মালব্য। এবার সেই মামলায় খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলা খারিজ হয়ে যাওয়ায়, অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
