হতে পারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক, রাজ্যের দাবিদাওয়া মেটানোর দাবি করবেন মুখ্যমন্ত্রী


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : শেষ পর্যায়ে এসে আবার মুখোমুখি বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে। রাজ্যের দাবিদাওয়া তুলে ধরতে ডিসেম্বরে প্রধানমন্ত্রী এর ডাকা বৈঠকে উপস্থিত থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। 

এবার জি-২০'র সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। তার জন্য নানা কর্মসূচি রয়েছে। সে বিষয়ে আলোচনা করতেই সমস্ত বছরেররাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক ডেকেছে প্রধানমন্ত্রী। 

নবান্নের তরফে জানানো হয়েছে এই বিশেষ বৈঠকের আমন্ত্রণ পৌঁছছে মমতা বন্দ্যোপাধ্যায় এর দফতরেও। তিনি উপস্থিত থাকবেন ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া সেই বৈঠকে। 

রাজ্যের পাওনা মেটানো নিয়ে কদিন ধরেই প্রবল সংঘাত চলছে কেন্দ্রের সঙ্গে। বিগত বৈঠকে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।কিন্তু তারপরেও কোনো সমাধান সুত্র পাওয়া যায়নি ১০০ দিনের টাকা নিয়ে। 

এই পরিস্থিতিতে আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। তবে এইবার আন্তর্জাতিক তাৎপর্য থাকায় উক্ত বৈঠক তরজা সত্ত্বেও দিল্লিতে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। 

তবে বৈঠকের মাঝে আলাদা করে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবার আবেদন জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে রাজ্যের টাকা মিটিয়ে দেওয়ার জোড়ালো দাবি করতে পারেন তিনি। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম