বলিউড বাদশা শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এলো বহু প্রতিক্ষিত মুভি ‘পাঠানে’র টিজার, দেখুন ভিডিও


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : শাহরুখ খান মানেই রোমান্টিসিজম। এবার সেই রোমান্টিক হিরোর মুখোশ খুলে অ্যাকশন হিরোর লুকে ধরা দিলেন। বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিনেই মুক্তি পেল বহু প্রতিক্ষিত মুভি ‘পাঠান’-এর টিজার।

বহু দিন বলিউড বাদশা শাহরুখ খানকে নজরে পড়েনি, বেশ কয়েকটা মুভি ফ্লপ হবার পর। তবে তিনি ফিরে এলেন, বছর তিন পর। আর এবার সেই চেনা পরিচিত ‘রোমান্টিক হিরো’ নয় ‘অ্যাকশন হিরোর’ লুকে। প্রকাশ্যে এলো ‘পাঠান’ মুভির টিজার। 

তিন বছর ধরে বেপাত্তা পাঠান। তার উপর অনেক অত্যাচার হয়েছে। কিন্তু, সে কি আজও বেঁচে আছে নাকি মরে গেছে? সেই প্রশ্ন উঠতেই রক্তমাখা ঠোঁটে ব্যারিটোন ভয়েসে শোনা গেল ‘পাঠান জিন্দা হ্যায়’। আর এই ভয়েসটি বলিউড বাদশা শাহরুখ খানের। 

ট্রিজারটি ছিল ১ মিনিট ২৫ সেকেন্ডের। সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পরই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল দর্শকদের মধ্যে। বলিউডের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছিল, জন্মদিনেই মুক্তি পাবে পাঠানে’র টিজার। ২রা অক্টোবর বলিউড বাদশাহর জন্মদিনেই নিজেই কিং খান, তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করেন পাঠানে’র টিজার।

পাঠানে’র টিজারে শাহরুখের রাফ এ্যান্ড টাফ লুক সকলকে তাক লাগিয়ে দিয়েছে। শাহরুখ খানের এমন লুক আগে কখনও দেখেনি দর্শক। তাছাড়া ডিপ নেক গাউনে বোল্ড অবতারে পাঠানে’র ট্রিজারে, দীপিকার এন্ট্রি একেবারে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। ট্যুইটারে টিজার মুক্তির কিছুক্ষণের মধ্যেই লাইক কমেন্টে ভরে গিয়েছে কমেন্ট বক্স। 

রাজকীয় স্টাইলে বলিউড বাদশার কামব্যাকে মুগ্ধ ভক্তরা। সিনেমার প্রথম ভাগ-ই এখনও মুক্তি পাইনি। কিন্তু বলিউডের ঘনিষ্ঠমহলে কান পাতলে শোনা যাচ্ছে, ছবির দ্বিতীয় ভাগের স্ক্রিপ্ট লেখা শুরু হয়ে গিয়েছে। এক জাতীয় সংবাদমাধ্যমের খবরের সূত্র অনুযায়ী, পাঠানের নির্মাতারা ছবির দ্বিতীয়ভাগে আরও অনেক বেশি চরিত্রের সমাগম করতে চাইছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম