কুণালের হাত ধরে দলবদলের পর রাতেই নন্দীগ্রামে তড়িঘড়ি ছুটে গেলেন শুভেন্দু, শুভেন্দু কি চাপে?


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হাত ধরে বিজেপি নেতা জয়দেব দাস প্রায় ৫০০ জন কর্মী সমর্থক সহ তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন। সম্ভবত তার পরেই ঘুম ভেঙেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে নিজের এলাকায় চলে এসেছেন শুভেন্দু এবং দফায় দফায় বৈঠক করেছেন দলীয় নেতাকর্মীদের সাথে। এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে, কুনালের হাত ধরে গেরুয়া শিবিরে ভাঙ্গনের ফলেই কি তড়িঘড়ি নন্দীগ্রামে এলেন শুভেন্দু?

প্রসঙ্গত সাংগঠনিক দায়িত্ব পেয়ে কুনাল যেদিন নন্দীগ্রাম এসেছিলেন, সে দিনই নন্দীগ্রামের দুই পুরনো বিজেপি নেতা জয়দেব দাস এবং বটকৃষ্ণ দাস বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। এরপরে তাঁরা কুনালের সঙ্গে তমলুকে দেখা করেন এবং তাদের তৃণমূলের যোগদানের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শুক্রবার নন্দীগ্রামের ব্লক-১ এর তৃণমূলের একটি সভায় কুড়ালের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন জয়দেব দাসদাস এবং ৫০০ জন কর্মীসমর্থক।যদিও আত্মীয় মারা গেছেন এই কথা বলে, বটকৃষ্ণ সভায় আসেননি।

এরপরই শুক্রবার রাতেই নন্দীগ্রামে যান শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রাম-১ ব্লকের হরিপুরে এবং নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় বিজেপির অফিসে দলের ব্লক ও মন্ডল নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। রাত ন'টা থেকে রাত এগারোটা পর্যন্ত বৈঠক চলে, সূত্র মারফত খবর।

এদিকে জয়দেব তৃণমূলে যাওয়ার পর তার বাড়ির পিছনের বিজেপির কার্যালয় রাতারাতি বদলে তৃণমূল কংগ্রেসের কার্যালয় হয়ে গেছে। তাছাড়া বেশ কিছুদিন আগে পুরসভা ভোটে শুভেন্দুর নিজের বুথেই জিততে পারেনি বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এসব কারণেই চিন্তায় আছেন শুভেন্দু। তাই জয়দেবের দলবদলের পর রাতারাতি নন্দীগ্রামে ছুটে এসেছেন শুভেন্দু অধিকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম