আমতলা দেখলো মানবিক অভিষেক বন্দোপাধ্যায়-কে, বাচ্চার অদ্ভুত চশমা দেখে সাহায্যের হাত বাড়ালেন সাংসদ


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : আমতলায় বিজয় সম্মেলনীতে মানবিক অভিষেক বন্দোপাধ্যায় কে দেখলো সকলে। ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত বিষ্ণুপুরের আমতলায় ছিলো তৃনমূলের বিজয় সম্মেলনী। ডায়মন্ডহারবার-এর সাতটি বিধানসভার নেতা কর্মীদের নিয়ে ছিলো এই অনুষ্ঠান। উপস্থিত ছিলো এলাকার সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। আর সেখানেই সবাই সাক্ষী থাকলো এই ঘটনার। 

আমতলার পার্টি অফিসে অভিষেক বন্দোপাধ্যায় এসেছেন শুনে বাইরে জনতার ভিড় জমা হয়। বাঁশের ব্যারিকেডের দুই পাশে উপস্থিত ছিলো বুড়ো বাচ্চা সকলেই । এমন সময় পার্টি অফিস থেকে বেরোতে গিয়ে অভিষেক বন্দোপাধ্যায় খেয়াল করে একটি অন্যরকম চশমা পড়ে একজন বাচ্চা দাড়িয়ে আছে। বাচ্চাটার এক পাশের চশমার কাঁচ ঘষা মতো। 

বাচ্চাটিকে দেখে থমকে দাড়ায় তৃনমূলের সর্বভারতীয় সম্পাদক। বাচ্চা মেয়েটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে এমন চশমার কারন। মেয়েটি জানায় তাঁর সমস্যার কথা। এরপরে আরও বিস্তারিত জানতে চাইলে পুরো সমস্যা সম্বন্ধে সাংসদকে অবগত করে আত্মীয়রা।

এরপরই তার নাম ঠিকানা ও ফোন নম্বর লিখে নিতে নির্দেশ দেয় তার দেহরক্ষীকে এবং এও জানানো হয় তার চিকিৎসার খরচ চালাবেন অভিষেক বন্দোপাধ্যায় এর অফিস থেকে। ইতিপূর্বে সদ্যোজাত এক শিশুর চিকিৎসার খরচ সামলে মানবিকতার নজির তৈরি করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। তাঁর এই মানবিক রুপ দেখে স্বাভাবিক ভাবেই প্রসংশার সুর শোনা যায় উপস্থিত জনতার মুখে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম