শুভেন্দু অধিকারী কে সশরীরে হাজিরা দিতে হবে আদালতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবার করা মামলায় নির্দেশ আদালতের

অভিষেক বন্দ্যোপাধ্যায় | অমিত বন্দ্যোপাধ্যায় | শুভেন্দু অধিকারী : ফের আইনি জটিলতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি নির্দেশ দিল আদালত? পড়ুন বিস্তারিত। 

সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক: পুনরায় আইনি জটে শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়- র বাবার করা মামলায় আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত। প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- র বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুল মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। আর সেই মামলার বিচার প্রক্রিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা কে আগামী ১৯শে ডিসেম্বর সশরীরে আদালত চত্বরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

প্রকাশ্য সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বাবার বিরুদ্ধে সম্পত্তি সম্পর্কিত ভুল মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অমিত বন্দ্যোপাধ্যায় আদালতে মানহানির মামলা করেন। এর আগেও আলিপুর আদালত শুভেন্দু অধিকারী কে আদালতে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে হাজিরা না দেবার জন্য আদালতের কাছে আবেদন করেন রাজ্যের বিরোধী দল নেতা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আলিপুর আদালত। 

অমিত বন্দ্যোপাধ্যায়- র স্পষ্ট বক্তব্য ছিল,“তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্য হলেও, তার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। শুভেন্দু অধিকারী উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার মানহানি করেছে”। এর পরেই তিনি আলিপুর আদালতে রাজ্যের বিরোধী দলনেতার বিরূদ্ধে মানহানির মামলা করেন। যার বিচার প্রক্রিয়ায় এমন ই নির্দেশ দিল আলিপুর আদালত। আর এই নির্দেশে যথেষ্ট অস্বস্তিতে পড়বে গেরুয়া শিবির, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। 

উল্লেখ্য, আইনি বিষয়ে বার বার মুখ থুবড়ে পড়তে হয়েছে বিরোধী দলনেতাকে। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়- র সভা কে বন্ধ করার জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বিরোধি দলনেতা। সেই আবেদনেও সাড়া দেয়নি হাইকোর্ট। বিরোধী দলনেতার সেই আবেদনকেও  ইতিমধ্যে খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর আইনী জট যেনো কাটতেই চাইছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম