Debangshu Bhattacharya পেলেন পুরষ্কার, সাথে নতুন দায়িত্ব! তৃণমূলে তৈরি হল আইটি সেল


সংবাদ বাংলা ডিজিটাল ডেস্ক : যাবতীয় জল্পনার অবসান। পুরষ্কৃত দেবাংশু ভট্টাচার্য। গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল হৈচৈ পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের তরুণ তুর্কি যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারির পর থেকে সরিয়ে দেওয়া হয় দেবাংশুকে। দেবাংশু দল ছাড়ছে এমন জল্পনাও উঠেছিল। আজ দুপুরে ফেসবুক লাইভে এসে, জানিয়ে দেন তিনি দল ছাড়ছেন না। পুরোটাই জল্পনা। অবশেষে বিকালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হল, দলে আইটি সেল তৈরি হচ্ছে এবং সেই আইটি সেল এর প্রথম স্টেট ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল যুব কংগ্রেসের কমিটিকে নতুন করে ঢেলে সাজানো হয়। তৃণমূল যুব কংগ্রেসের ফের সভাপতি হিসেবে নির্বাচিত হন সায়নী ঘোষ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত জনপ্রিয়তম রাজনীতিবিদ ও তরুণ তোর কি যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদ থেকে অপসারিত করা হয়। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলে তাহলে কি দেবাংশ ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করছেন? দেবাংশুকে নিয়ে বহু ব্যাঙ্গাত্মক মিম, প্রচার শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।

গতকাল রাতে দেবাংশু জানায় তার ফেসবুক পোস্টে, আজ দুপুর বারোটায় নিজের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসবেন। কথামতো আজ দুপুর বারোটা নাগাদ তিনি লাইভে আসেন। বলেন, “আমি দল ছাড়ছি এটা পুরোটাই একটা জল্পনা। বিভিন্ন মিডিয়া, শুধুমাত্র নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এরকম মিথ্যাচার করছে। মনে রাখবেন সবাই পদের জন্য দল ছেড়ে দেয় না। সবাই শুভেন্দু অধিকারী হয় না।”

বিরোধীদের কাউন্টার করে দেবাংশু বলেন, “সিপিএম, বিজেপি তারা আমাকে নিয়ে ব্যস্ত। আমি কি পদ পাচ্ছি, কি পাচ্ছি না তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত। কিন্তু নিজের দল নিয়ে ভাবছে না। যার ফলে তাদেরকে বারবার হারতে হচ্ছে।” তারপরই দেবাংশু বলেন, “দল যেমনি আমায় পদ দিয়েছিল, জেনারেল সেক্রেটারি করেছিল। ঠিক তেমনি দলেরই অধিকার আছে সেই পদ থেকে সরিয়ে দেওয়ার। দল হয়তো আমার জন্য নতুন কিছু ভেবেছে। তাই আমি সেই নিয়ে চিন্তিত নই। আমি তৃণমূলে আছি এবং আগামী দিনেও থাকব।”

এরপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ফেসবুকের অফিশিয়াল পেজ থেকে জানানো হয়, “তৃণমূল কংগ্রেসে এই প্রথমবার আইটি সেল তৈরি করা হচ্ছে এবং সেই আইটি সেল এর প্রথম স্টেট ইনচার্জ হচ্ছে দেবাংশু ভট্টাচার্য।” যারফলে খুশির হাওয়া বইছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলের একাংশের মতে, যেহেতু দেবাংশু সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে ফলে তৃণমূল কংগ্রেসের নবগঠিত আইটি সেলের স্টেট ইনচার্জ দেবাংশুকে করা অত্যন্ত যুক্তিপূর্ণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম